Ajker Patrika

ভারত থেকে ঠেলে দিয়ে যাওয়া ৭৮ জনের ৩ ভারতীয়কে আদালতে সোপর্দ

সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারত থেকে ঠেলে দেওয়া ৭৮ জন। ছবি: আজকের পত্রিকা
সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারত থেকে ঠেলে দেওয়া ৭৮ জন। ছবি: আজকের পত্রিকা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত রোববার গভীর সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ৭৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। তাঁদের মধ্যে ৩ জন ভারতীয় নাগরিক। আর বাকি ৭৫ জন বাংলাদেশি। বাংলাদেশিদের তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ভারতীয় ৩ নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

রোববার রাত ১১টায় কোস্ট গার্ডের সদস্যরা ৭৮ জনকে সাতক্ষীরার শ্যামনগর থানায় নিয়ে আসেন। তাঁদের মধ্যে ৩ জন ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ ও সুরাট শহরের বাসিন্দা।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার জানান, ৩ ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের মোংলা জোনাল অফিসের পিও মশিউর রহমান বাদী হয়ে আজ সোমবার মামলাটি করেন। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।

বাকি ৭৫ জন বাংলাদেশি নাগরিককে তাঁদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান মিথুন সরকার।

প্রসঙ্গত, ৮ মে সন্ধ্যায় বিএসএফ এসব ব্যক্তিদের বাংলাদেশি নাগরিক হিসেবে ঠেলে দিয়ে যায় এবং তাঁরা হেঁটে মান্দারবাড়িয়া টহল ফাঁড়িতে চলে আসেন। পরে তাঁদের সমুদ্রপথে মোংলা কোস্ট গার্ড অফিসে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় লোকজন উদ্বেগ প্রকাশ করেছে এবং সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত