Ajker Patrika

খুলনার গণসমাবেশে যাওয়ার পথে হামলা, আহত বিএনপি নেতার মৃত্যু

ফুলতলা (খুলনা) প্রতিনিধি
খুলনার গণসমাবেশে যাওয়ার পথে হামলা, আহত বিএনপি নেতার মৃত্যু

গত ২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশে ট্রলারযোগে যাওয়ার সময় প্রতিপক্ষের হামলায় শিকার হন শেখ সাজ্জাদুর রহমান জিকো (৩৫)। তিনি শুক্রবার (২৫ নভেম্বর) সকালে মারা গেছেন। 

ওই ঘটনায় জিকোসহ অনেকেই গুরুতর আহত হয়েছিলেন। জিকোর মাথা ফেটে যায়। তাঁকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁর ১১টি সেলাই দেওয়া হয়। দীর্ঘ ৩২ দিন চিকিৎসা শেষে ফুলতলার পায়গ্রাম কসবা নিজ বাড়িতে ফিরলে শুক্রবার সকালে তাঁর মৃত্যু ঘটে। 

জিকো শেখ শওকত হোসেনের ছেলে ও ফুলতলা ইউনিয়ন বিএনপির সদস্য। 

শুক্রবার সন্ধ্যায় পায়গ্রাম কসবা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। 

জিকোর জানাজায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন, অধ্যাপক ডা. গাজী আ. হক, এসএ রহমান বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু ও আশরাফুল আলম নান্নু, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, হাসনাত রেজভী মার্শাল, বিএনপি নেতা শেখ লুৎফর রহমান, আনোয়ার হোসেন বাবু প্রমুখ। 

এদিকে সাজ্জাদুর রহমান জিকোর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতারা। 

বিবৃতিতে নেতারা বলেন, খুলনা বিভাগীয় সমাবেশে অংশ নিতে আসার সময় শাসক দলের ক্যাডারদের ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি নেতা সাজ্জাদুর রহমান জিকো মারাত্মক আহত হন। একটু সুস্থ হয়ে বাড়িতে ফিরলে আবারও তাঁকে আওয়ামী সন্ত্রাসীরা বেধড়ক মারপিট করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। 

বিএনপি নেতারা বলেন, হাসিনা সরকার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বিএনপি নেতা জিকোকে হত্যা করেছে। একদিন এই হত্যাকাণ্ডের বিচার খুলনার মাটিতেই হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত