বেনাপোল প্রতিনিধি
ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্তে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৯ কেজি ৭৫৯ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে দুজন পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় চোরাকারবারিদের ককটেল হামলায় পুলিশের দুই সদস্য আহত হন এবং পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় পাচারকারী একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শার্শার নাভারণ-সাতক্ষীরা সড়কের জামতলা এলাকায় মবিল ফ্যাক্টরির সামনে এসব ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল তোহিদ ইসলাম ও রনবীর। নিহত হয়েছেন ওলিয়ার রহমান (৩৫)। তিনি শার্শার রাজাপুর গ্রামের জাহান আলীর ছেলে। আটক হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার হোমনা উপজেলার আবুল সরকারের ছেলে রবিন সরকার (৩৫) ও দাউদকান্দি উপজেলার কবীর হোসেনের ছেলে আবুল কাশেম (৩৫)।
পুলিশ বলছে, সম্প্রতি যশোরের শার্শা সীমান্তপথে বেড়েছে ভারতে স্বর্ণ পাচার কার্যক্রম। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় শার্শা সীমান্তপথে স্বর্ণ পাচারের গোপন একটি খবর পেয়ে পুলিশ নাভারণ-সাতক্ষীরা সড়কের জামতলা বাজারে মবিল ফ্যাক্টরির সামনে সন্দেহভাজন একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২২০৪২৪) ধাওয়া করে। এ সময় চোরাকারবারি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা চালায়। পাচারকারীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় এক পাচারকারী গুরুতর জখম হলে পুলিশ তাঁকে উদ্ধার করে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে চোরাকারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ চোরাকারবারিদের ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেট কার ও ৯ কেজি ৭৫৯ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে বোমার বিকট শব্দে ঘুম ভেড়ে যায়। পরে ঘর থেকে বের হয়ে দেখেন পুলিশ ও স্বর্ণ পাচারকারীদের মধ্যে সংঘর্ষ চলছে।
নিহত ওলিয়ারের পিতা জাহান আলী জানান, মোটরসাইকেল ভাড়ায় চালাতেন তাঁর ছেলে। রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে জানতে পারেন সোনা পাচারের ঘটনায় তাঁর ছেলে মারা গেছেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ছিদ্দিকুর রহমান বলেন, ‘আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মারা গেছেন ওই ব্যক্তি। আহত দুই পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়ে আজ (শুক্রবার) ভোরে চলে গেছেন।’
জেলা পুলিশের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান জানান, ‘স্বর্ণ উদ্ধারের সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা পুলিশের ওপর ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। দুজনকে আটক করা হয়েছে।’
এএসপি আরও বলেন, ‘এদিকে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় দুর্ঘটনায় একজন পাচারকারী মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
প্রসঙ্গত, গত এক সপ্তাহে যশোরের শার্শা সীমান্তপথে ভারতে পাচারের সময় বিজিবির অভিযানে দুটি ও পুলিশের অভিযানে একটি স্বর্ণের চালান আটক হয়েছে।
ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্তে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৯ কেজি ৭৫৯ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে দুজন পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় চোরাকারবারিদের ককটেল হামলায় পুলিশের দুই সদস্য আহত হন এবং পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় পাচারকারী একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শার্শার নাভারণ-সাতক্ষীরা সড়কের জামতলা এলাকায় মবিল ফ্যাক্টরির সামনে এসব ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল তোহিদ ইসলাম ও রনবীর। নিহত হয়েছেন ওলিয়ার রহমান (৩৫)। তিনি শার্শার রাজাপুর গ্রামের জাহান আলীর ছেলে। আটক হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার হোমনা উপজেলার আবুল সরকারের ছেলে রবিন সরকার (৩৫) ও দাউদকান্দি উপজেলার কবীর হোসেনের ছেলে আবুল কাশেম (৩৫)।
পুলিশ বলছে, সম্প্রতি যশোরের শার্শা সীমান্তপথে বেড়েছে ভারতে স্বর্ণ পাচার কার্যক্রম। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় শার্শা সীমান্তপথে স্বর্ণ পাচারের গোপন একটি খবর পেয়ে পুলিশ নাভারণ-সাতক্ষীরা সড়কের জামতলা বাজারে মবিল ফ্যাক্টরির সামনে সন্দেহভাজন একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২২০৪২৪) ধাওয়া করে। এ সময় চোরাকারবারি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা চালায়। পাচারকারীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় এক পাচারকারী গুরুতর জখম হলে পুলিশ তাঁকে উদ্ধার করে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে চোরাকারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ চোরাকারবারিদের ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেট কার ও ৯ কেজি ৭৫৯ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে বোমার বিকট শব্দে ঘুম ভেড়ে যায়। পরে ঘর থেকে বের হয়ে দেখেন পুলিশ ও স্বর্ণ পাচারকারীদের মধ্যে সংঘর্ষ চলছে।
নিহত ওলিয়ারের পিতা জাহান আলী জানান, মোটরসাইকেল ভাড়ায় চালাতেন তাঁর ছেলে। রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে জানতে পারেন সোনা পাচারের ঘটনায় তাঁর ছেলে মারা গেছেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ছিদ্দিকুর রহমান বলেন, ‘আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মারা গেছেন ওই ব্যক্তি। আহত দুই পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়ে আজ (শুক্রবার) ভোরে চলে গেছেন।’
জেলা পুলিশের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান জানান, ‘স্বর্ণ উদ্ধারের সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা পুলিশের ওপর ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। দুজনকে আটক করা হয়েছে।’
এএসপি আরও বলেন, ‘এদিকে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় দুর্ঘটনায় একজন পাচারকারী মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
প্রসঙ্গত, গত এক সপ্তাহে যশোরের শার্শা সীমান্তপথে ভারতে পাচারের সময় বিজিবির অভিযানে দুটি ও পুলিশের অভিযানে একটি স্বর্ণের চালান আটক হয়েছে।
চট্টগ্রামের হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার আগে প্রায় ৫ কেজির একটি মৃত কাতলা মাছ উদ্ধার করেছেন স্থানীয়রা। রোববার বেলা তিনটার দিকে হাটহাজারী উপজেলার মাদার্শার মুন্সিমাঝির ঘাটের পাশে নদীতে মৃত কাতলা মাছ ভাসতে দেখে এটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন স্থানীয় ডিম সংগ্রহকারী রোসাঙ্গীর আলম ও মোহাম্মদ আনোয়ার।
১৬ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ রয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিখোঁজ ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানজট ও শব্দদূষণ কমানো এবং টেকসই পরিবেশবান্ধব শাটল সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের একটি দল। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
১ ঘণ্টা আগেবিয়ের দাবিতে বরগুনার আমতলীতে প্রবাসীর বাড়িতে (প্রেমিক) অনশনে বসা তরুণীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান হাসান ইপ্তির আদালতে মামলাটি করা হয়।
১ ঘণ্টা আগে