সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আব্দুল খালেকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য ছিলেন।
সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, সাতক্ষীরা আদালতে বেশ কয়েকটি মামলা থাকার কারণে কয়েক মাস আগে মাওলানা খালেক মণ্ডলকে সাতক্ষীরা কারাগারে আনা হয়। এখানে থাকা অবস্থায় গত ৭ জুলাই তার মস্তিস্কে রক্তক্ষরণ হয়।
তখন তাকে সদর হাসপাতাল ও অবস্থার অবনতিতে পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি অবস্থার আরও অবনতি হলে তাকে খুলনায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আজ বিকেলে তার মৃত্যু হয়।
২০২২ সালের ২৪ মার্চ মানবতাবিরোধী অপরাধে সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মন্ডলকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় খালেক মন্ডল সাতক্ষীরায় রাজাকার বাহিনীর সংগঠক ছিলেন।
মহান মুক্তিযুদ্ধের সময় পাঁচ ব্যক্তিকে গলা কেটে হত্যা ও বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যার অভিযোগে সাতক্ষীরা সদর আসনের জামায়াতের সাবেক এমপি আব্দুল খালেক মন্ডলসহ ৯ জনের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা হয়। ২০০৯ সালের ২ জুলাই মামলাটি করেন সাতক্ষীরা সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের শহীদ রুস্তম আলী গাজীর ছেলে নজরুল ইসলাম গাজী। পরে মামলাটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে স্থানান্তর হয়।
এরপর ২০১৫ সালের ১৬ জুন ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খলিল নগর মহিলা মাদ্রাসা থেকে জামায়াত নেতা খালেক মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি খালেক মন্ডল, রোকনুজ্জামান, আব্দুল্লাহ আল বাকী এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ৩৩ জন সাক্ষীর মধ্যে ১৭ জন সাক্ষ্য দিয়েছিলেন।
সাতক্ষীরায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আব্দুল খালেকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য ছিলেন।
সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, সাতক্ষীরা আদালতে বেশ কয়েকটি মামলা থাকার কারণে কয়েক মাস আগে মাওলানা খালেক মণ্ডলকে সাতক্ষীরা কারাগারে আনা হয়। এখানে থাকা অবস্থায় গত ৭ জুলাই তার মস্তিস্কে রক্তক্ষরণ হয়।
তখন তাকে সদর হাসপাতাল ও অবস্থার অবনতিতে পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি অবস্থার আরও অবনতি হলে তাকে খুলনায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আজ বিকেলে তার মৃত্যু হয়।
২০২২ সালের ২৪ মার্চ মানবতাবিরোধী অপরাধে সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মন্ডলকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় খালেক মন্ডল সাতক্ষীরায় রাজাকার বাহিনীর সংগঠক ছিলেন।
মহান মুক্তিযুদ্ধের সময় পাঁচ ব্যক্তিকে গলা কেটে হত্যা ও বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যার অভিযোগে সাতক্ষীরা সদর আসনের জামায়াতের সাবেক এমপি আব্দুল খালেক মন্ডলসহ ৯ জনের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা হয়। ২০০৯ সালের ২ জুলাই মামলাটি করেন সাতক্ষীরা সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের শহীদ রুস্তম আলী গাজীর ছেলে নজরুল ইসলাম গাজী। পরে মামলাটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে স্থানান্তর হয়।
এরপর ২০১৫ সালের ১৬ জুন ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খলিল নগর মহিলা মাদ্রাসা থেকে জামায়াত নেতা খালেক মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি খালেক মন্ডল, রোকনুজ্জামান, আব্দুল্লাহ আল বাকী এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ৩৩ জন সাক্ষীর মধ্যে ১৭ জন সাক্ষ্য দিয়েছিলেন।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৭ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
১০ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১০ ঘণ্টা আগে