ঝিনাইদহ প্রতিনিধি
এক কিশোরীকে উদ্ধারে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এসে যশোর কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য হামলায় আহত হয়েছেন। তাঁরা বাল্যবিবাহের অভিযোগ পেয়ে ওই কিশোরীকে উদ্ধারে এসেছিলেন।
আজ সোমবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন যশোর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তাপস কুমার পাল, কনস্টেবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সম্প্রতি বাকুলিয়া গ্রামের ইমাদুলের ভায়রার ছেলে সুজন হোসেন যশোর থেকে এক কিশোরীকে নিয়ে এসে পরিবারের অমতে বিয়ে করেন। এ ঘটনায় মেয়েটির পরিবার যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। পরে আজ দুপুরের পর কালীগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য কিশোরীটিকে উদ্ধারে ওই গ্রামে যান।
ইমাদুলের বাড়িতে গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় কয়েকজন পুলিশের ওপর হামলা চালান। এ সময় তাঁরা পুলিশের কাছ থেকে ওই কিশোরীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্য ও মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আহত পুলিশ সদস্যদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ সদস্যদের মার ঠেকাতে গিয়ে কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আছাদুজ্জামান আসাদের স্ত্রী মোছাম্মদ মাছুরা খাতুন আহত হন বলে জানা গেছে।
আহত কনস্টেবল রাবেয়া খাতুন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করছিলাম। এ সময় ৬-৭ জন পুরুষ এসে ওই মেয়েকে ছেড়ে দিতে বলেন। হাত না ছাড়ায় আমাকে ও আমার সঙ্গে থাকা নারী কনস্টেবলকে মারধর শুরু করেন তাঁরা।’
জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, ‘আপনি কালীগঞ্জ থানার ওসির সঙ্গে যোগাযোগ করেন। আমি কিছুই বলতে পারব না।’
কালীগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যশোর কোতোয়ালি থানার পুলিশ আমাদের সহযোগিতায় বাকুলিয়া গ্রামে গিয়েছিল এক কিশোরীকে উদ্ধারে। এ সময় তাঁরা হামলার শিকার হন। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আইনগত ব্যবস্থা যশোর থানা নেবে।’
এক কিশোরীকে উদ্ধারে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এসে যশোর কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য হামলায় আহত হয়েছেন। তাঁরা বাল্যবিবাহের অভিযোগ পেয়ে ওই কিশোরীকে উদ্ধারে এসেছিলেন।
আজ সোমবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন যশোর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তাপস কুমার পাল, কনস্টেবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সম্প্রতি বাকুলিয়া গ্রামের ইমাদুলের ভায়রার ছেলে সুজন হোসেন যশোর থেকে এক কিশোরীকে নিয়ে এসে পরিবারের অমতে বিয়ে করেন। এ ঘটনায় মেয়েটির পরিবার যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। পরে আজ দুপুরের পর কালীগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য কিশোরীটিকে উদ্ধারে ওই গ্রামে যান।
ইমাদুলের বাড়িতে গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় কয়েকজন পুলিশের ওপর হামলা চালান। এ সময় তাঁরা পুলিশের কাছ থেকে ওই কিশোরীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্য ও মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আহত পুলিশ সদস্যদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ সদস্যদের মার ঠেকাতে গিয়ে কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আছাদুজ্জামান আসাদের স্ত্রী মোছাম্মদ মাছুরা খাতুন আহত হন বলে জানা গেছে।
আহত কনস্টেবল রাবেয়া খাতুন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করছিলাম। এ সময় ৬-৭ জন পুরুষ এসে ওই মেয়েকে ছেড়ে দিতে বলেন। হাত না ছাড়ায় আমাকে ও আমার সঙ্গে থাকা নারী কনস্টেবলকে মারধর শুরু করেন তাঁরা।’
জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, ‘আপনি কালীগঞ্জ থানার ওসির সঙ্গে যোগাযোগ করেন। আমি কিছুই বলতে পারব না।’
কালীগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যশোর কোতোয়ালি থানার পুলিশ আমাদের সহযোগিতায় বাকুলিয়া গ্রামে গিয়েছিল এক কিশোরীকে উদ্ধারে। এ সময় তাঁরা হামলার শিকার হন। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আইনগত ব্যবস্থা যশোর থানা নেবে।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে