চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরে চলন্ত বাসে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবক মারা গেছেন। তবে যুবকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর যুবক উজ্জ্বল হোসেন (২৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে যশোরের কোতোয়ালি থানার অদূরে বস্তাপট্টি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এই প্রতিবেদন লেখার সময় শনিবার সকাল সাড়ে ১০টায় নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে ছিল। আহত উজ্জ্বল হোসেন একই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বেপরোয়াভাবে ওই যুবক মোটরসাইকেল চালিয়ে শহরের বেজপাড়া থেকে বের হয়ে বস্তাপট্টিতে আসেন। এ সময় থানার সামনে দিয়ে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে সোহাগ পরিবহনের একটি বাস আসছিল। মোটরসাইকেলযোগে আসা ওই দুই যুবক অ্যাম্বুলেন্সকে অতিক্রম করতে গিয়ে সোহাগ পরিবহনের বাসটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ওই দুই যুবককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় উজ্জ্বল হোসেন নামে অপর যুবক সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। উজ্জ্বলের অবস্থাও আশঙ্কাজনক। দুজনেরই মাথায় আঘাত। তিনি বলেন, উজ্জ্বলের মুখে মদের গন্ধ পাওয়া যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, মদ পান করে তাঁরা মোটরসাইকেল চালাচ্ছিলেন।
কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
যশোরে চলন্ত বাসে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবক মারা গেছেন। তবে যুবকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর যুবক উজ্জ্বল হোসেন (২৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে যশোরের কোতোয়ালি থানার অদূরে বস্তাপট্টি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এই প্রতিবেদন লেখার সময় শনিবার সকাল সাড়ে ১০টায় নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে ছিল। আহত উজ্জ্বল হোসেন একই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বেপরোয়াভাবে ওই যুবক মোটরসাইকেল চালিয়ে শহরের বেজপাড়া থেকে বের হয়ে বস্তাপট্টিতে আসেন। এ সময় থানার সামনে দিয়ে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে সোহাগ পরিবহনের একটি বাস আসছিল। মোটরসাইকেলযোগে আসা ওই দুই যুবক অ্যাম্বুলেন্সকে অতিক্রম করতে গিয়ে সোহাগ পরিবহনের বাসটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ওই দুই যুবককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় উজ্জ্বল হোসেন নামে অপর যুবক সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। উজ্জ্বলের অবস্থাও আশঙ্কাজনক। দুজনেরই মাথায় আঘাত। তিনি বলেন, উজ্জ্বলের মুখে মদের গন্ধ পাওয়া যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, মদ পান করে তাঁরা মোটরসাইকেল চালাচ্ছিলেন।
কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আবিদুল বলেন, ‘মেয়েদের হলে আরও একটি সমস্যা আছে। তা হলো, কোনো শিক্ষার্থী অসুস্থ হওয়ার পর তাঁর বাসা থেকে মা-বাবা এলে বাইরে বসে থাকতে হয়। তাঁর মাকেও গেস্টরুমের বাইরে যেতে দেওয়া হয় না। এগুলো এক ধরনের প্রতিবন্ধকতা ও কালাকানুন। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের সুবিধা ও সুযোগ দরকার।
৯ মিনিট আগেদিনাজপুরের পার্বতীপুরে সুরাইয়া ইয়াসমীন (৫০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার হলদিবাড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত পার্বতীপুর পৌরসভার সুরাইয়া পৌর শহরের মোজাফফরনগর মহল্লার হারুনুর রশিদের স্ত্রী।
২২ মিনিট আগেতিনি বলেন, মহাখালীর টিভি গেট এলাকায় চাঁদপুর ড্রাগ হাউস নামে ওষুধের দোকানে ঢুকে পিস্তল ঠেকিয়ে ১০ হাজার টাকা চাঁদাবাজির ঘটনায় পুবাইলের বাঁধন এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে চাঁদাবাজির পর পালিয়ে যাওয়ায় ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
২৬ মিনিট আগেহাসপাতালে নানা অনিয়ম-দুর্নীতির সিন্ডিকেট প্রসঙ্গে রংপুরে এসে স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে সিন্ডিকেট ছাড়া কখনো হাসপাতাল চলেছে, এটা বলা যায় না। কিন্তু এখন কথা হলো আমরা কী করছি? কী করতে পারব? এটা আমরা এককভাবে কিছু করতে পারব না। এটাতে জনগণের সম্পৃক্ততা লাগবে।
৩০ মিনিট আগে