Ajker Patrika

হেঁটে কলকাতা থেকে ঢাকার পথে গীতা বালাকৃষ্ণ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
হেঁটে কলকাতা থেকে ঢাকার পথে গীতা বালাকৃষ্ণ

পতাকা হাতে পায়ে হেঁটে কলকাতা থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন গীতা বালাকৃষ্ণ নামে এক আর্কিটেক্টস নারী। সামাজিক পরিমণ্ডলে স্থপতিদের সামাজিক দায়িত্বের দিকগুলো তুলে ধরতে এবং আর্কিটেক্টসদের সামাজিক দায়িত্ব নিয়ে সচেতন করতে এই যাত্রা করেন তিনি।

আজ বুধবার বিকেলে ওই নারী ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে পাসপোর্ট নিয়ে বেনাপোল চেকপোস্টে আসেন। এ সময় ‘দ্য ইনস্টিটিউট অব আর্কিটেক্টস’ এর সদস্য শাহারিয়ার রহমান সূর্য বাংলাদেশের পতাকা হাতে তাঁকে স্বাগত জানান। 

আগামীকাল বৃহস্পতিবার ভোরে তিনি বেনাপোল থেকে ঝিনাইদহ-নড়াইল হয়ে ঢাকা যাবেন। এর আগে একই বার্তা নিয়ে ১৭০০ কিলোমিটার পায়ে হেঁটে দিল্লি যান বলে জানান এই নারী। 

প্রবেশের পর শাহারিয়ার রহমান সূর্য বাংলাদেশের পতাকা হাতে তাঁকে স্বাগত জানানগীতা বালাকৃষ্ণ জানান, সামাজিক পরিমণ্ডলে স্থপতিদের সামাজিক দায়িত্বের দিকগুলো তুলে আর আর্কিটেক্টস নিয়ে বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময়ে তিনি বাংলাদেশ এসেছেন। ৮ ও ১০ নভেম্বর ঢাকায় ‘দ্য ইনস্টিটিউট অব আর্কিটেক্টসের’ সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ গ্রহণ করবেন। পরে বেনাপোল হয়ে স্বদেশ ফিরবেন। এমন একটা কাজে অংশ নিতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন এই নারী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত