ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তির মাথায় দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী ব্যক্তিকে আটক করে দড়ি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম (৫০) ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। রফিকুলের কোপে আহত হয়েছেন একই গ্রামের আজগার আলীর মেয়ের স্বামী জহর আলী (৪০)।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজ সকালে জহর শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলে বাঁকড়া বাজারে যাচ্ছিলেন। পথে রফিকুল তাঁর মাথায় দা দিয়ে কোপ দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী রফিকুলকে দড়ি দিয়ে বেঁধে পিটুনি দেয়। একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আহত জহরের স্ত্রী নাজমা খাতুন বলেন, ‘আমাদের সঙ্গে প্রতিবেশী রফিকুলের ব্যক্তিগত অথবা পারিবারিক কোনো পূর্বশত্রুতা ছিল না। টাকা-পয়সারও কোনো লেনদেন নেই। কী কারণে আমার স্বামীকে কোপ দিয়েছেন, বুঝতে পারছি না। কিছুদিন আগে মাদকসেবী রফিকুল সোনাকুড় গ্রামের হিন্দুপাড়ায় একজনের ঘাড়ে কোপ দেন। তবে ঘাড়ে না লেগে ওই ব্যক্তির একটি আঙুল কেটে যায়।’
নিহত রফিকুলের জামাতা বাপ্পারাজ বলেন, ‘লোকমুখে শুনলাম আমার শ্বশুর নাকি জহর আলীকে কোপ দিয়েছেন। পরে গ্রামবাসী তাঁকে দড়ি দিয়ে বেঁধে পেটালে তিনি মারা যান। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।’
লাশ উদ্ধার করা বাঁকড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে সোনাকুড় থেকে রফিকুল ইসলামের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পাশে দড়ি পাওয়া গেছে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘নিহত রফিকুল ইসলাম মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তিনি জহর আলী নামের এক ব্যক্তিকে দা দিয়ে আঘাত করায় উত্তেজিত জনতা তাঁকে পিটুনি দেয়। একপর্যায়ে তিনি মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তির মাথায় দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী ব্যক্তিকে আটক করে দড়ি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম (৫০) ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। রফিকুলের কোপে আহত হয়েছেন একই গ্রামের আজগার আলীর মেয়ের স্বামী জহর আলী (৪০)।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজ সকালে জহর শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলে বাঁকড়া বাজারে যাচ্ছিলেন। পথে রফিকুল তাঁর মাথায় দা দিয়ে কোপ দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী রফিকুলকে দড়ি দিয়ে বেঁধে পিটুনি দেয়। একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আহত জহরের স্ত্রী নাজমা খাতুন বলেন, ‘আমাদের সঙ্গে প্রতিবেশী রফিকুলের ব্যক্তিগত অথবা পারিবারিক কোনো পূর্বশত্রুতা ছিল না। টাকা-পয়সারও কোনো লেনদেন নেই। কী কারণে আমার স্বামীকে কোপ দিয়েছেন, বুঝতে পারছি না। কিছুদিন আগে মাদকসেবী রফিকুল সোনাকুড় গ্রামের হিন্দুপাড়ায় একজনের ঘাড়ে কোপ দেন। তবে ঘাড়ে না লেগে ওই ব্যক্তির একটি আঙুল কেটে যায়।’
নিহত রফিকুলের জামাতা বাপ্পারাজ বলেন, ‘লোকমুখে শুনলাম আমার শ্বশুর নাকি জহর আলীকে কোপ দিয়েছেন। পরে গ্রামবাসী তাঁকে দড়ি দিয়ে বেঁধে পেটালে তিনি মারা যান। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।’
লাশ উদ্ধার করা বাঁকড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে সোনাকুড় থেকে রফিকুল ইসলামের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পাশে দড়ি পাওয়া গেছে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘নিহত রফিকুল ইসলাম মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তিনি জহর আলী নামের এক ব্যক্তিকে দা দিয়ে আঘাত করায় উত্তেজিত জনতা তাঁকে পিটুনি দেয়। একপর্যায়ে তিনি মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
৪ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৩৫ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগে