বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকের চাপায় আনিকা খাতুন নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার সকালে স্কুল যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। চালকসহ ট্রাকটি আটক করেছে পুলিশ।
নিহত শিক্ষার্থী বেনাপোল পৌরসভার বড়আচড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
এদিকে এ দুর্ঘটনাকে ‘হত্যা’ দাবি করে ট্রাকচালকসহ অভিযুক্তদের বিচারের দাবি জানিয়ে নিহতের পরিবার ও গ্রামবাসী। পরে স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ট্রাকের চাকার তলে স্কুলব্যাগ আর পাশে পড়ে আছে জুতা। এমন নির্মমতার চিহ্ন বলে দেয় মৃত্যুর আগে কতটুকু যন্ত্রণা সইতে হয়েছে ওই শিক্ষার্থীকে।
স্থানীয়রা জানান, সড়কে যানজট থাকায় রাস্তার এক পাশ দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিল আনিকা। এ সময়র লাইনে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকটি সিরিয়াল ভেঙে দ্রুত গতিতে যাওয়ার পথে আনিকার ওপর তুলে দেয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর আহত হয় আনিকা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।
সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়েছে নিহত স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা। তার মৃত্যুর জন্য পরিবার ও গ্রামবাসী যশোর আন্তজেলা ট্রাক, ট্রাক্টর, কাভার ভ্যান শ্রমিক ইউনিয়ন নেতাদের অনিয়ম করে ট্রাক চালানোকে দায়ী করেছেন।
স্থানীয় ব্যবসায়ী আজিবর রহমান জানান, ‘গত ৬ মাসে বেনাপোল বন্দর সড়কে ট্রাক চাপায় এ নিয়ে তিনজন প্রাণ হারিয়েছেন। বন্দর সড়কে আমদানি–রপ্তানি পণ্যের চাপ বাড়ায় দুর্ঘটনা বাড়ছে। কিন্তু বন্দরের ট্রাফিক ব্যবস্থা কোনোভাবে সন্তোষ জনক না।’
নিহত ছাত্রীর বাবা আলমগীর হোসেন বলেন, ‘সড়কের বিশৃঙ্খলার কারণে তার মেয়েকে জীবন দিতে হয়েছে। এ হত্যার তিনি বিচার চান যাতে আর কারও জীবন না যায়।’
বেনাপোল পৌরসভার কাউন্সিলর কামাল হোসেন বলেন, ‘এই মৃত্যুর জন্য শ্রমিক ইউনিয়ন নেতাদের চাঁদাবাজি দায়ী। তারা ট্রাক সিরিয়াল ভেঙে সামনে নেওয়ার সময় ওই ছাত্রীর প্রাণ যায়। এসব চাঁদাবাজি বন্ধ হলে সড়কে শৃঙ্খলা ফিরবে ও দুর্ঘটনা কমবে।’
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক চালক ও ট্রাক আটক করা হয়েছে। ছাত্রীদের নিরাপদ যাতায়াতে আপাতত স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকের চাপায় আনিকা খাতুন নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার সকালে স্কুল যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। চালকসহ ট্রাকটি আটক করেছে পুলিশ।
নিহত শিক্ষার্থী বেনাপোল পৌরসভার বড়আচড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
এদিকে এ দুর্ঘটনাকে ‘হত্যা’ দাবি করে ট্রাকচালকসহ অভিযুক্তদের বিচারের দাবি জানিয়ে নিহতের পরিবার ও গ্রামবাসী। পরে স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ট্রাকের চাকার তলে স্কুলব্যাগ আর পাশে পড়ে আছে জুতা। এমন নির্মমতার চিহ্ন বলে দেয় মৃত্যুর আগে কতটুকু যন্ত্রণা সইতে হয়েছে ওই শিক্ষার্থীকে।
স্থানীয়রা জানান, সড়কে যানজট থাকায় রাস্তার এক পাশ দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিল আনিকা। এ সময়র লাইনে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকটি সিরিয়াল ভেঙে দ্রুত গতিতে যাওয়ার পথে আনিকার ওপর তুলে দেয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর আহত হয় আনিকা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।
সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়েছে নিহত স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা। তার মৃত্যুর জন্য পরিবার ও গ্রামবাসী যশোর আন্তজেলা ট্রাক, ট্রাক্টর, কাভার ভ্যান শ্রমিক ইউনিয়ন নেতাদের অনিয়ম করে ট্রাক চালানোকে দায়ী করেছেন।
স্থানীয় ব্যবসায়ী আজিবর রহমান জানান, ‘গত ৬ মাসে বেনাপোল বন্দর সড়কে ট্রাক চাপায় এ নিয়ে তিনজন প্রাণ হারিয়েছেন। বন্দর সড়কে আমদানি–রপ্তানি পণ্যের চাপ বাড়ায় দুর্ঘটনা বাড়ছে। কিন্তু বন্দরের ট্রাফিক ব্যবস্থা কোনোভাবে সন্তোষ জনক না।’
নিহত ছাত্রীর বাবা আলমগীর হোসেন বলেন, ‘সড়কের বিশৃঙ্খলার কারণে তার মেয়েকে জীবন দিতে হয়েছে। এ হত্যার তিনি বিচার চান যাতে আর কারও জীবন না যায়।’
বেনাপোল পৌরসভার কাউন্সিলর কামাল হোসেন বলেন, ‘এই মৃত্যুর জন্য শ্রমিক ইউনিয়ন নেতাদের চাঁদাবাজি দায়ী। তারা ট্রাক সিরিয়াল ভেঙে সামনে নেওয়ার সময় ওই ছাত্রীর প্রাণ যায়। এসব চাঁদাবাজি বন্ধ হলে সড়কে শৃঙ্খলা ফিরবে ও দুর্ঘটনা কমবে।’
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক চালক ও ট্রাক আটক করা হয়েছে। ছাত্রীদের নিরাপদ যাতায়াতে আপাতত স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জমিও এখন ফসল ফলানোর ভূমি হয়ে ওঠেছ। আগে যেখানে ঘাস আগাছা জন্মাত বা কোন জায়গা অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হতো, সেখানে এখন বস্তায় চাষ হচ্ছে আদা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ ও পরামর্শে এ বছর উপজেলায় প্রায় সাত হাজার বস্তায় আদা রোপণ করা হয়েছে।
৭ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে কুকুরের কামড়ে নারী, শিশু, বৃদ্ধসহ ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এদিকে কুকুরের কামড়ে মানুষ আহত হয়ে হাসপাতালে গেলেও সেখান থেকে কোন ভ্যাকসিন পাচ্ছেন না।
১৬ মিনিট আগেচিকিৎসা সামগ্রী রেজিস্ট্রেশনের স্বতন্ত্র নীতিমালা করার দাবি জানিয়েছে রিএজেন্ট ব্যবসায়ী সমিতি। রাজধানীর ইস্কাটনের একটি কনভেনশন সেন্টারে গতকাল বৃহস্পতিবার রাতে ডায়াগনস্টিক রিএজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিসেশন অব বাংলাদেশের (ড্রেটাব) বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানানো হয়।
৩৯ মিনিট আগেচট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে