Ajker Patrika

ইবিতে স্থায়ী শ্রেণিকক্ষের দাবিতে ভূমি ব্যবস্থাপনা শিক্ষার্থীদের বিক্ষোভ 

ইবি প্রতিনিধি
ইবিতে স্থায়ী শ্রেণিকক্ষের দাবিতে ভূমি ব্যবস্থাপনা শিক্ষার্থীদের বিক্ষোভ 

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের স্থায়ী শ্রেণিকক্ষের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। আজ শনিবার প্রশাসন ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম ও ড. আমজাদ হোসেন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীরা স্থায়ীভাবে শ্রেণিকক্ষ বরাদ্দের দাবি জানান। পরে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তাঁরা। 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে থেকে বিভাগটির যাত্রা শুরু করে। তবে, এখন পর্যন্ত কোনো শ্রেণিকক্ষ বরাদ্দ দেওয়া হয়নি। প্রশাসনের পক্ষ থেকে মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের চারতলার কাজ শেষ হলে বরাদ্দ দেওয়ার কথা বলা হয়। কিন্তু কাজ সম্পন্ন হওয়ার আগেই দুইটি ব্লকের একটি ব্লক দখল করে নিয়েছে মাল্টিমিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগ। 

 অপর ব্লকের ফাঁকা রুমগুলো দখলে নেয় আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা। দখলে নিয়ে বিপাকে পড়েন তাঁরা। সম্প্রতি কে বা কারা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও অফিস রুম ছাড়তে হুমকি দেয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে এ দুই দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি সমাধানের এখতিয়ার আমার নেই। উপাচার্য ছুটিতে আছেন। তিনি আসলে সব বিষয় নিয়ে তদন্ত করার ভিত্তিতে সমাধান করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত