প্রতিনিধি, সাতক্ষীরা
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের সকলেই জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরদিকে, করোনায় প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বাড়লেও জেলাব্যাপী চলছে ঢিলেঢালা লকডাউন। কেউ মানছে না স্বাস্থ্যবিধি। বেশির ভাগেরই মুখে নেই মাস্ক।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬০ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৬ শতাংশ। জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৯৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট মারা গেছেন ৭৬ জন। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৮৫ জন।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির জানান, লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ১৫টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৭৪টি মামলায় ৩২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে, চলমান কঠোর লকডাউনের ৭ম দিনেও চলছে ঢিলেঢালাভাবে। লকডাউন উপেক্ষা করে শহরের হাট-বাজারগুলোতে প্রচুর মানুষের ভিড় রয়েছে। সড়কগুলোতে অন্যান্যদিনের তুলনায় বেড়েছে মানুষের চলাচল। শুধু তাই নয়, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারেও সাধারণ মানুষের মাঝে দেখা গেছে অনীহা। মানুষ যেন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে লুকোচুরি খেলছেন। অনেকেরই মুখে নেই মাস্ক। তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনকে দেখলে সাময়িকভাবে দোকানপাট, মার্কেট, বিনোদনকেন্দ্রসহ সবকিছু বন্ধ রাখলেও পরবর্তীতে তা আবার খোলা হচ্ছে।
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের সকলেই জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরদিকে, করোনায় প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বাড়লেও জেলাব্যাপী চলছে ঢিলেঢালা লকডাউন। কেউ মানছে না স্বাস্থ্যবিধি। বেশির ভাগেরই মুখে নেই মাস্ক।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬০ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৬ শতাংশ। জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৯৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট মারা গেছেন ৭৬ জন। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৮৫ জন।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির জানান, লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ১৫টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৭৪টি মামলায় ৩২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে, চলমান কঠোর লকডাউনের ৭ম দিনেও চলছে ঢিলেঢালাভাবে। লকডাউন উপেক্ষা করে শহরের হাট-বাজারগুলোতে প্রচুর মানুষের ভিড় রয়েছে। সড়কগুলোতে অন্যান্যদিনের তুলনায় বেড়েছে মানুষের চলাচল। শুধু তাই নয়, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারেও সাধারণ মানুষের মাঝে দেখা গেছে অনীহা। মানুষ যেন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে লুকোচুরি খেলছেন। অনেকেরই মুখে নেই মাস্ক। তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনকে দেখলে সাময়িকভাবে দোকানপাট, মার্কেট, বিনোদনকেন্দ্রসহ সবকিছু বন্ধ রাখলেও পরবর্তীতে তা আবার খোলা হচ্ছে।
হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার বেলা সাড়ে ১১টার দিকে দুদক হবিগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়ার নেতৃত্বে একটি টিম এই অভিযান চালায়। এ সময় পুরো হাসপাতাল চত্বর ঘুরে ঘুরে দেখেন দুদকের সদস্যরা।
১ মিনিট আগেশেরপুরের ঝিনাইগাতীতে সাংবাদিক মো. খোরশেদ আলমের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই ও অজ্ঞাতনামা আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৮ মিনিট আগেগণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকারের নীতি ছিল লুটেপুটে খাওয়া। সেই লুটপাটের নীতির ফলে অসংখ্য মিল ও কারখানা বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থানের পথ রুদ্ধ হয়ে মানুষ সর্বস্বান্ত হয়েছে।’
১১ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে ফসলি জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে আবু তালেব (৫৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালি গ্রামে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে