Ajker Patrika

চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে বোনের মৃত্যু, হাসপাতালে ভাই

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ২২: ২২
চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে বোনের মৃত্যু, হাসপাতালে ভাই

কুষ্টিয়ার দৌলতপুরে চিনি ভেবে দুই ভাই-বোন ইঁদুর মারার বিষ খেয়েছে। তাদের মধ্যে তিন বছর বয়সী বোনের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় পাঁচ বছর বয়সী ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ বুধবার বেলা ১টার দিকে উপজেলার আল্লারদর্গা সোনাইকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। ওই দুই শিশুর বাবার নাম শুভ মণ্ডল। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রতিবেশী জুয়েল আলী আজকের পত্রিকাকে জানান, দুপুরে বাড়ির লোকজন যার যার কাজে ব্যস্ত ছিলেন। এদিকে ওই দুই শিশু ঘরের মধ্যে খেলছিল। একপর্যায়ে তারা ঘরে রাখা ইঁদুর মারার বিষ চিনি ভেবে খেয়ে ফেলে। পরে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মিমের মৃত্যু হয়। অসুস্থ আলিফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া ২৫০ শয‌্যাবি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতালের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার স‌রকার মোবাইল ফোনে আজ‌কের প‌ত্রিকা‌কে বলেন, অসুস্থ শিশু‌টি এখন আগের থে‌কে ভা‌লো আছে। তার চি‌কিৎসা চল‌ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত