সাতক্ষীরা প্রতিনিধি
দীর্ঘ ১১ ঘন্টা পর সাতক্ষীরা দূরপাল্লার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বেলা ৩টার দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রীদের কাছে টিকিট বিক্রি করা হয়। এর আগে আজ সকাল থেকে শহরের প্রাণকেন্দ্রে কাউন্টার রাখতে না দেওয়ার প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিকেরা। ফলে দূর-দুরন্ত থেকে আসা যাত্রীরা ঢাকায় যেতে না পেরে সীমাহীন দুর্ভোগে পড়েন।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা হানিফ পরিবহনের ব্যবস্থাপক মুকুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবহন ডিপো সাতক্ষীরা শহরে রাখা যাবে না, তবে ঈদের আগ পর্যন্ত কাউন্টারের সামনে পাঁচ মিনিট রেখে যাত্রী তোলা যাবে, জেলা প্রশাসনের এমন শর্তে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’
আশাশুনি থেকে আসা যাত্রী আয়েশা খাতুন আজকের পত্রিকাকে বলেন, তিনি সাতক্ষীরা থেকে ঢাকায় যেতে চেয়েছিলেন। সকাল ৮টায় জানতে পারেন, পরিবহন ঢাকাতে যাবে না। এ সময় তিনি পণ্যসামগ্রী নিয়ে বিপাকে পড়েন।
সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে আসা যাত্রী আশরাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঢাকাতে বৃহস্পতিবার তার একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সকাল ৯টায় এসে শোনেন, পরিবহন ঢাকাতে যাবে না। এখন সিদ্ধান্ত নিয়েছি, লোকাল বাসে খুলনায় যাব। সেখান থেকে ঢাকায় যাব।
সাতক্ষীরা ঈগল পরিবহনের ব্যবস্থাপক মহসিন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর ধরে সঙ্গীতা সিনেমা এলাকা থেকে ঢাকাসহ দূরপাল্লার পরিবহন চলে। বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ করে গত পরশু পুলিশ এখান থেকে পরিবহন চালানো নিষিদ্ধ করে। উপায়ন্তর না দেখে আজ সকাল থেকে মালিকেরা পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন।’
জেলা প্রশাসক হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা আইনশৃঙ্খলা কমিটির গত সভায় সিদ্ধান্ত হয়েছিল পরিবহন ডিপো বাঁকালে সরিয়ে নেওয়ার। পরিবহন ডিপো সাতক্ষীরার প্রাণকেন্দ্র সঙ্গীতা সিনেমা হল এলাকায় থাকায় সারা দিন-রাত ব্যাপক যানজট সৃষ্টি হতো। এসব বিবেচনায় পরিবহন ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ছিল। তবে সে সিদ্ধান্ত পরিবহন মালিকেরা কার্যকর না করায় পুলিশ মঙ্গলবার সঙ্গীতা মোড় এলাকা থেকে পরিবহন না ছাড়তে আদেশ জারি করে।’
তিনি আরও বলেন, ‘বুধবার সকাল থেকে পরিবহন ধর্মঘট চলছে, এমন তথ্য পেয়ে পরিবহন সংশ্লিষ্টদের আমার কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছিল। তাদের সঙ্গে আলোচনা শেষে বিকেল থেকে পরিবহন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।’
দীর্ঘ ১১ ঘন্টা পর সাতক্ষীরা দূরপাল্লার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বেলা ৩টার দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রীদের কাছে টিকিট বিক্রি করা হয়। এর আগে আজ সকাল থেকে শহরের প্রাণকেন্দ্রে কাউন্টার রাখতে না দেওয়ার প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিকেরা। ফলে দূর-দুরন্ত থেকে আসা যাত্রীরা ঢাকায় যেতে না পেরে সীমাহীন দুর্ভোগে পড়েন।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা হানিফ পরিবহনের ব্যবস্থাপক মুকুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবহন ডিপো সাতক্ষীরা শহরে রাখা যাবে না, তবে ঈদের আগ পর্যন্ত কাউন্টারের সামনে পাঁচ মিনিট রেখে যাত্রী তোলা যাবে, জেলা প্রশাসনের এমন শর্তে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’
আশাশুনি থেকে আসা যাত্রী আয়েশা খাতুন আজকের পত্রিকাকে বলেন, তিনি সাতক্ষীরা থেকে ঢাকায় যেতে চেয়েছিলেন। সকাল ৮টায় জানতে পারেন, পরিবহন ঢাকাতে যাবে না। এ সময় তিনি পণ্যসামগ্রী নিয়ে বিপাকে পড়েন।
সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে আসা যাত্রী আশরাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঢাকাতে বৃহস্পতিবার তার একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সকাল ৯টায় এসে শোনেন, পরিবহন ঢাকাতে যাবে না। এখন সিদ্ধান্ত নিয়েছি, লোকাল বাসে খুলনায় যাব। সেখান থেকে ঢাকায় যাব।
সাতক্ষীরা ঈগল পরিবহনের ব্যবস্থাপক মহসিন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর ধরে সঙ্গীতা সিনেমা এলাকা থেকে ঢাকাসহ দূরপাল্লার পরিবহন চলে। বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ করে গত পরশু পুলিশ এখান থেকে পরিবহন চালানো নিষিদ্ধ করে। উপায়ন্তর না দেখে আজ সকাল থেকে মালিকেরা পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন।’
জেলা প্রশাসক হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা আইনশৃঙ্খলা কমিটির গত সভায় সিদ্ধান্ত হয়েছিল পরিবহন ডিপো বাঁকালে সরিয়ে নেওয়ার। পরিবহন ডিপো সাতক্ষীরার প্রাণকেন্দ্র সঙ্গীতা সিনেমা হল এলাকায় থাকায় সারা দিন-রাত ব্যাপক যানজট সৃষ্টি হতো। এসব বিবেচনায় পরিবহন ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ছিল। তবে সে সিদ্ধান্ত পরিবহন মালিকেরা কার্যকর না করায় পুলিশ মঙ্গলবার সঙ্গীতা মোড় এলাকা থেকে পরিবহন না ছাড়তে আদেশ জারি করে।’
তিনি আরও বলেন, ‘বুধবার সকাল থেকে পরিবহন ধর্মঘট চলছে, এমন তথ্য পেয়ে পরিবহন সংশ্লিষ্টদের আমার কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছিল। তাদের সঙ্গে আলোচনা শেষে বিকেল থেকে পরিবহন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১০ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৩ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে