Ajker Patrika

অভয়নগরে ট্রাকে সংঘর্ষ, চালকের সহকারী নিহত

অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক। ছবি: সংগৃহীত
অভয়নগরে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক। ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৪৫) নামের এক ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনাগামী বিছালীবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬৩৬৯০) ফায়ার সার্ভিসের সামনে শেখ ব্রাদার্সের স্কেলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সেই ট্রাক দুমড়ে মুচড়ে যায়। তাতে ট্রাকচালকের সহকারী আলমগীর হোসেন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি নওগাঁয়। ধারণা করা হচ্ছে, ঘুম চোখে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে খুলনাগামী একটি ট্রাক ধাক্কা দিলে চালকের সহকারী গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত