Ajker Patrika

মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

বাগেরহাটের মোংলায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় মৌখালী এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতেরা হলেন, পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়েজিদ (২২), ভাগনে সাকিব (২০) ও দোকান কর্মচারী জাকারিয়া (২০)। 

প্রত্যক্ষদর্শী জানান, মোংলার চাঁদপাই পীর মেছেরশাহের মাজারের মেলা দেখে বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে মৌখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে আঘাত করে। এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়ে। তিনজনই মাথা, হাত ও পাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায়। মারাত্মক আঘাত ও রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তাঁরা। পরে পথচারীরা তাঁদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আফসানা নাঈমা হাসান তাঁদের মৃত ঘোষণা করেন। 

মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত