Ajker Patrika

খুলনায় জোড়া খুনের মামলায় গ্রেপ্তার ৩ 

খুলনা প্রতিনিধি
খুলনায় জোড়া খুনের মামলায় গ্রেপ্তার ৩ 

খুলনায় জোড়া খুনের মামলার তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে বাগেরহাটের মোংলা ফেরিঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামিরা হলেন–খুলনার দাকোপ উপজেলার হরিণটানা গ্রামের অংশুমান মণ্ডল (৬০), শাওন মণ্ডল (২৫) ও পিযুজ কান্তি হালদার (৫৮)। 

র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র এএসপি সারোয়ার হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হাঁস-মুরগি খেত খাওয়াকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে অংশুমান মণ্ডলের বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে গত ১৯ মার্চ আসামিরা হত্যার উদ্দেশে রাতে খেতে বিদ্যুতের তার ফেলে রাখে।’ 

তিনি বলেন, ‘ওই দিন রাতে চপলা গাইন (৬৫) ও তার ছেলের বউ টুম্পা গাইন (৪০) খেতের পাশ দিয়ে কাজে যাওয়ার সময় আসামিরা পূর্ব-পরিকল্পিতভাবে বৈদ্যুতিক তারে পেঁচিয়ে তাদের হত্যা করে। 

পরে এ ঘটনায় থানায় মামলা হয়। এরপর থেকে তারা পালিয়ে ছিলেন।’ গ্রেপ্তার আসামিদের দাকোপ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে র‍্যাবের কোম্পানি কমান্ডার জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত