কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে পাঁচ বছরের শিশুসন্তান হত্যার দায়ে সৎমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. তাজুল ইসলাম এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। কুষ্টিয়া জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনূপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত নাছিমা বেগম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর ভাবনীপুর গ্রামের বাসিন্দা এবং খোকসা উপজেলার আমবাড়ীয়া গ্রামের বাদশা প্রামাণিকের দ্বিতীয় স্ত্রী।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও এজাহার সূত্রে জানা গেছে, ২০০৫ সালে দুই সন্তান রেখে প্রথম স্ত্রী মারা যান খোকসা উপজেলার আমবাড়ীয়া গ্রামের হাসেন প্রামাণিকের ছেলে বাদশা প্রামাণিকের। এরপর কুমারখালী উপজেলার চর ভাবনীপুর গ্রামের বাসিন্দা নাছিমা বেগমকে বিয়ে করেন তিনি।
দ্বিতীয় বিয়ের পর আগের পক্ষের শ্বশুর দুরুদ আলী বাদশার দুই সন্তান শাহীন (৫) ও রায়হানকে (৭) লালনপালনের জন্য নিয়ে যান। ২০০৮ সালের ২০ সেপ্টেম্বর দুপুরে ঈদ উপলক্ষে জামা কেনার জন্য দুই সন্তানকে বাদশার বাড়ি দিয়ে যান তাঁর শ্বশুর। এতে ক্ষিপ্ত হয়ে পরদিন বাদশার ছোট ছেলে শাহীনকে দুপুরের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেন নাছিমা বেগম।
এ সময় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর শাহীনের মৃত্যু হয়। এ ঘটনার পরদিন বাদশা প্রামাণিক বাদী হয়ে খোকসা থানায় মামলা করেন। এই মামলায় গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে নাছিমা তাকে বিষ খাইয়ে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন।
২০০৯ সালের ২৭ জানুয়ারি একমাত্র আসামি ও শাহীনের সৎমা নাছিমার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা খোকসা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। দীর্ঘ শুনানি শেষে আজ মামলার রায় ঘোষণা করেন আদালত।
কুষ্টিয়ার খোকসায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে পাঁচ বছরের শিশুসন্তান হত্যার দায়ে সৎমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. তাজুল ইসলাম এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। কুষ্টিয়া জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনূপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত নাছিমা বেগম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর ভাবনীপুর গ্রামের বাসিন্দা এবং খোকসা উপজেলার আমবাড়ীয়া গ্রামের বাদশা প্রামাণিকের দ্বিতীয় স্ত্রী।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও এজাহার সূত্রে জানা গেছে, ২০০৫ সালে দুই সন্তান রেখে প্রথম স্ত্রী মারা যান খোকসা উপজেলার আমবাড়ীয়া গ্রামের হাসেন প্রামাণিকের ছেলে বাদশা প্রামাণিকের। এরপর কুমারখালী উপজেলার চর ভাবনীপুর গ্রামের বাসিন্দা নাছিমা বেগমকে বিয়ে করেন তিনি।
দ্বিতীয় বিয়ের পর আগের পক্ষের শ্বশুর দুরুদ আলী বাদশার দুই সন্তান শাহীন (৫) ও রায়হানকে (৭) লালনপালনের জন্য নিয়ে যান। ২০০৮ সালের ২০ সেপ্টেম্বর দুপুরে ঈদ উপলক্ষে জামা কেনার জন্য দুই সন্তানকে বাদশার বাড়ি দিয়ে যান তাঁর শ্বশুর। এতে ক্ষিপ্ত হয়ে পরদিন বাদশার ছোট ছেলে শাহীনকে দুপুরের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেন নাছিমা বেগম।
এ সময় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর শাহীনের মৃত্যু হয়। এ ঘটনার পরদিন বাদশা প্রামাণিক বাদী হয়ে খোকসা থানায় মামলা করেন। এই মামলায় গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে নাছিমা তাকে বিষ খাইয়ে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন।
২০০৯ সালের ২৭ জানুয়ারি একমাত্র আসামি ও শাহীনের সৎমা নাছিমার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা খোকসা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। দীর্ঘ শুনানি শেষে আজ মামলার রায় ঘোষণা করেন আদালত।
আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্নু সিরামিকসের চেয়ারম্যান আফরোজা খান রিতাসহ সাতজনের বিরুদ্ধে চারটি পৃথক মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (১১ আগস্ট) কমিশনের বৈঠকে মামলাগুলোর অনুমোদন দেওয়া হয়।
৩ মিনিট আগেধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ১৫ কোটি টাকা খরচ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ তৈরি করা হয়েছে। কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
৯ মিনিট আগেকারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলার কার্যক্রম বাতিল আবেদনের শুনানিতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ সোমবার বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ ঘটনা ঘটে। পরে আদালত এই বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন...
১৬ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে শাহ আলম (২০) এক তরুণ নিহত হওয়ার পর পুরো এলাকা ঘিরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদের মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
১৮ মিনিট আগে