Ajker Patrika

কলাগাছ রোপণ নিয়ে বিরোধ: ভাই-ভাতিজার পিটুনিতে কৃষকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘরের পাশের সীমানা ও কলাগাছ রোপণসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার পিটুনিতে সুনীল মাতা (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুনীল মাতা ওই গ্রামের সুধাংশু মাতার ছেলে। হামলাকারীদের মধ্যে নিখিল মাতা নিহতের বড় ভাই এবং নিলকান্ত মাতা (ভাতিজা) নিখিল মাতার ছেলে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজীব আল রশিদ বলেন, ‘ঘরের পাশের সীমানা ও কলাগাছ রোপণকে কেন্দ্র করে শনিবার (১৭ মে) বিকেলে সুনীল মাতার সঙ্গে তার বড় ভাই নিখিল মাতার ঝগড়া হয়। এ ঘটনার জেরে রাত ৯টার দিকে নিখিল ও তার ছেলে নীলকান্ত কৃষক সুনীলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন। বাগেরহাট-২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত