Ajker Patrika

শ্রেণিকক্ষে শিক্ষিকাকে মারধর, যুবলীগ নেতা কারাগারে

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ২০: ২৯
শ্রেণিকক্ষে শিক্ষিকাকে মারধর, যুবলীগ নেতা কারাগারে

শ্রেণিকক্ষে ঢুকে যশোরের মনিরামপুরে শিক্ষিকাকে মারধরের ঘটনায় যুবলীগ নেতা মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ শুক্রবার তাঁকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে হাজির করলে বিচারক মো. গোলাম কিবরিয়া এ আদেশ দেন। 

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় আত্মসমর্পণ করে ভুল স্বীকার করেন মিজানুর রহমান। পরে তাঁকে হেফাজতে নেয় পুলিশ। তিনি মনিরামপুর শহরের দুর্গাপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি। 

মনিরামপুর থানা-পুলিশের দায়িত্বপ্রাপ্ত সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মিজানুর রহমানকে আদালতে হাজির করার পর তাঁর আইনজীবী জামিন আবেদন করেন। আদালত আগামী রোববার জামিন শুনানির তারিখ নির্ধারণ করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে মঙ্গলবার (২২ আগস্ট) দুর্গাপুর সরকারি প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র রাকিবুল ইসলামকে দুষ্টামি করায় শিক্ষিকা ছালিমা আক্তার শাসন করেন। এরপর রাকিবুল বাড়িতে গিয়ে কান্নাকাটি করে। পরে স্কুলে এসে ওই শিক্ষিকাকে মারধর করেন তার বাবা যুবলীগ নেতা মিজানুর রহমান। একপর্যায়ে শিক্ষিকার চুল ধরে টেনেহিঁচড়ে মাঠে নিয়ে যান মিজানুর। তখন অন্য শিক্ষকেরা এসে মিজানকে থামান। 

শিক্ষিকা ছালিমা আক্তার বলেন, ‘রাকিবুলের বাড়ি বিদ্যালয়ের পাশে। শাসন করার ঘটনা সে বাড়িতে গিয়ে নালিশ করে। তখন তার বাবা-মাসহ বাড়ির লোকজন স্কুলে ছুটে আসে। এ সময় আমি একটি কক্ষে পাঠদান করছিলাম। মিজান এসে শিক্ষার্থীদের সামনে আমাকে কিল ঘুষি মারতে থাকে। পরে চুল ধরে টেনে মাঠে নিয়ে যায়।’ 

তিনি আরও বলেন, ‘মিজানের হাত থেকে ছাড়া পেয়ে আমি মনিরামপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছি। পরে এসে থানায় মামলা দিয়েছি। 

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব আলী বলেন, ‘স্কুলের বেসিন ধরায় রাকিবুলকে ‘বাপ’ তুলে কথা বলেন শিক্ষিকা ছালিমা আক্তার। এরপর রাকিবুল বাড়ি গিয়ে বিষয়টি জানালে তার বাবা এসে শিক্ষিকাকে মারধর করেন। শিক্ষিকা ও মিজানুরের বাড়ি পাশাপাশি।’ 

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, শিক্ষিকাকে মারধরের ঘটনার মামলায় মিজানুর রহমানকে বৃহস্পতিবার আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে আদালতে হাজির করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত