Ajker Patrika

চার দফা দাবিতে বাগেরহাটে ডিপ্লোমা প্রকৌশলীদের সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৭: ৪২
চার দফা দাবিতে বাগেরহাটে ডিপ্লোমা প্রকৌশলীদের সমাবেশ

চার দফা দাবিতে বাগেরহাটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (আইডিইবি) সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা রয়েছে। কিন্তু নানাভাবে এসব প্রকৌশলী অবহেলিত। অতি দ্রুত প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলীদের সব দাবি বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা। 

দাবিগুলো হচ্ছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮-এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা-উপধারা সংশোধন। ডিপ্লোমা প্রকৌশলীদের ৫০ শতাংশ পদোন্নতি কোটা সৃষ্টি, পলিটেকনিক, টিটিসি ও টিএসসিতে  ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষকদের পদোন্নতি ও ডিপ্লোমা প্রকৌশলীদের শিক্ষাক্রম চার বছরে রাখা। 

সমাবেশে বক্তব্য দেন আইডিইবি বাগেরহাটের সভাপতি খন্দকার আব্দুস সালাম, সহসভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ মো. তানজির হোসেন, যুগ্ম সম্পাদক প্রান্ত রাহা, প্রচার সম্পাদক শাহজাহান খান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত