Ajker Patrika

একসঙ্গে চলাফেরা, একসঙ্গেই বিদায়

একসঙ্গে চলাফেরা, একসঙ্গেই বিদায়

সম্পর্কে একে অপরের মামাত-ফুপাতো ভাই। বয়সের পার্থক্য ৪ বছর। দুজনের বাড়ির দূরত্ব ৫ কিলোমিটার। বয়সের পার্থক্য বা বাড়ির দূরত্ব থাকলেও দুজনের মধ্যে সম্পর্ক ছিল ঘনিষ্ঠ; বন্ধুত্বপূর্ণ। লেখাপড়ার ফাঁকে একটু সুযোগ পেলেই দুজনে একসঙ্গে বেরিয়ে পড়তেন ঘুরতে।

গতকাল বুধবারও এক মোটরসাইকেলে দুই বন্ধু ঘুরতে বেরিয়েছিলেন। এরপর সড়ক দুর্ঘটনায় রাত সাড়ে ১০টার দিকে দুজনেই চিরবিদায় নিলেন একসঙ্গে।

নিহত দুই যুবক যশোরের মনিরামপুরের নাহিদ হাসান (২২) ও শিহাব হোসেন (১৮)। বুধবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মনিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা নামক স্থানে দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁদের। নিহত নাহিদ হাসান উপজেলার মাছনা গ্রামের মুফতি ইসমাইল হোসেনের মেজো ছেলে। আল কোরআনের হেফজ সম্পন্ন করে যশোরে একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন তিনি। বাবা ইসমাইল হোসেন মাছনা মাদ্রাসার শিক্ষক। আর নিহত শিহাব হোসেন সম্পর্কে নাহিদের আপন মামাত ভাই। উপজেলার মোহনপুর গ্রামের স্বর্ণকার মোস্তাক হোসেনের ছেলে তিনি। শিহাব মাদানীনগর মাদ্রাসায় লেখাপড়া শেষে বালিয়াডাঙা মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।

শিহাবের চাচাতো বোন শাহানা সুমির বরাত দিয়ে তাঁদের প্রতিবেশী কাজী সবুজ বলেন, যশোরের মাদ্রাসা থেকে আসার পর নাহিদ তাঁর মামাতো ভাই শিহাবের সঙ্গে দেখা করতে আসেন। এরপর বুধবার দুপুরে শিহাব বাবার নতুন পালসার মোটরসাইকেল নিয়ে নাহিদের সঙ্গে ঘুরতে বের হন। সারা বিকেল ঘোরাঘুরি করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজগঞ্জে নাহিদের ফুফুর বাড়ি যান দুজনে। সেখানে রাতের খাবার শেষে ফেরার পথে সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন মারা যান।

এদিকে খবর পেয়ে রাতেই পুলিশ ও মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে পাঠিয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মী রাতুল মোল্লা বলেন, বুধবার রাতে দুই যুবক এক মোটরসাইকেলে চড়ে রাজগঞ্জের দিক থেকে মনিরামপুরে আসছিলেন। তাঁরা কাশিপুর বটতলা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সেতুর সঙ্গে আঘাত লাগে। এ সময় রাস্তার পাশের খেজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 
 

কাজী সবুজ বলেন, হাসপাতাল থেকে রাতেই মরদেহ বাড়ি আনা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মাসনা মাদ্রাসায় একসঙ্গে জানাজা শেষে একই স্থানে দুজনের দাফন সম্পন্ন হবে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজনের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত