Ajker Patrika

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষ, নিহত ১ 

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২৪, ২১: ৩৪
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষ, নিহত ১ 

খুলনায় এক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বন্দ্বের জেরে চাচাতো ভাইদের হাতে এক ব্যক্তি নিহতের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের ৯–১০ জন আহত হয়েছেন।

নিহত রসুল মিনা (৪২) ওই গ্রামের ইকতিয়ার মিনার ছেলে। তিনি পেশায় কৃষক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন রূপসা উপজেলার বামনডাঙ্গা গ্রামের দুই চাচাতো ভাই আমিনুল মিনা ও রসুল মিনা। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর মধ্যে ২৯ মে বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচনের কমিটির বিষয় নিয়ে গতকাল সোমবার রাতে মিনা বাড়িতে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। এর একপর্যায়ে রাত ১০টার দিকে আমিনুল মিনা ও রসুল মিনার মধ্যে তর্ক শুরু হয়।

পরে তাঁরা বাড়ি থেকে পার্শ্ববর্তী বামনডাঙ্গা বাজারে এসে হাতুড়ি লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে রসুল মিনা, আতাহার মিনা, জাহিদুল মিনা, পান্না মিনা, ফারুক মিনা, টুকু মিনা, শাকিল মিনা, হাবিব মিনা ও আলামিন মিনাসহ উভয় পক্ষের ৯-১০ জন আহত হন।

এর মধ্যে গুরুতর আহত রসুল মিনাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্যদের খুমেক হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বামনডাঙ্গা গ্রামে রসুল মিনা নামে একজন চাচাতো ভাইদের হাতে নিহত হয়েছে। তবে এ ঘটনায় আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত