মাগুরা প্রতিনিধি
সাব্বির হোসেন রাজু কাজ করতেন জননী কুরিয়ার সার্ভিসে। শুক্রবার (১৯ জুলাই) নামাজ শেষে দুপুরের খাবারের পানি আনতে গেলে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান তিনি। তাঁকে বাঁচাতে গেলে অপর দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। ২৭ বছর বয়সী রাজুর বাড়ি মাগুরা সদরের জগদল ইউনিয়নে। একই সময়ে মাগুরা শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নে মরদেহ আসে হাসিব ইকবালের (২৮)। তিনিও শুক্রবার ঢাকায় পল্লবী এলাকায় নামাজ শেষে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান।
হাসিবের দাফন শেষে জানা যায়, পাশের দ্বারিয়াপুর ইউনিয়নের বড়ইচারায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মোত্তাকিন বিল্লাহর শ্বশুর শহিদুল ইসলাম মরদেহের জন্য অপেক্ষা করছেন। ২৭ বছরের যুবক মোত্তাকিনের তিন বছরের একটি ছেলে আছে। তাঁদের মধ্যে একমাত্র হাসিব ইকবাল অবিবাহিত ছিলেন। তবে যেদিন তিনি গুলিবিদ্ধ হন, সেদিন বিকেলে তাঁর বিয়ের কথা চূড়ান্ত হওয়ার কথা বলছিলেন তাঁর বাবা এ এমএ রাজ্জাক।
শনিবার (২০ জুলাই) একই দিনে এই তিন যুবকের দেশের বাড়ি মাগুরায় দাফন সম্পন্ন হয়। তবে কোনো প্রকার মামলায় যেতে চাননি তাঁদের পরিবারগুলো। বিচার চেয়েছেন আল্লাহর কাছে।
নিহত হাসিব ইকবালের বাবা এম এ রাজ্জাক বলেন, ‘হাসিব বায়িং হাউসে চাকরি করত। শুক্রবারের নামাজ শেষে সে আর বাসায় ফেরেনি। তবে মাগরিবের নামাজের পর একটা ফোনে জানতে পারি ছেলের মরদেহ আন্জুমানর মফিদুলে। তার বন্ধুদের থেকে জানতে পেরেছি জুম্মার নামাজ শেষে প্রধান সড়কে কোটা আন্দোলন দেখতে গেলে হাসিবের মাথায় হেলিকপ্টার থেকে গুলি করা হয়। এরপর তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে বন্ধুরা তাকে গোসলের জন্য আঞ্জুমান মফিদুলে নিয়ে গেলে বাড়িতে ফোন করে।’
তিনি ছেলের এই ঘটনায় বিচার চান না আদালতে। তবে দুই হাত তুলে বলেন এই হত্যার বিচার আল্লাহর কাছে ছেড়ে দিলাম।
একইভাবে সৃষ্টিকর্তার কাছে বিচার চেয়েছেন বড়ইচারার সন্তান নিহত মোত্তাকিন বিল্লাহর পরিবার। তাঁর শ্বশুর শহিদুল ইসলাম বলেন, ‘পাঁচ বছর হলো বিয়ে হয়েছে আমার মেয়ের সঙ্গে। তার বাবা নেই। জামাই আমার তিন বছরের শিশুসন্তান রেখে চলে গেল। ঢাকায় সে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। আমার মেয়েও একটি বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কাজ করে। শুক্রবার বাইরে বের হলে তার মাথায় গুলি লাগে হেলিকপ্টার থেকে। তাকে বাঁচানোর জন্য কয়েকটি হাসপাতালে নিয়ে ছোটাছুটি করা হয়েছে। তবে শেষ পর্যন্ত সে আর বাঁচেনি।’
মাগুরা সদরের জগদল ইউনিয়নের আজমপুরের ছেলে রাজুর নিহতের ঘটনায় হতবাক গ্রামের মানুষ। রাজধানীর মোহম্মদপুরের জননী কুরিয়ার শাখায় চাকরি করা শুরু করেছে মাত্র কয়েক মাস। মাসের বেতনটাও বাড়িতে বাবার কাছে পাঠানোর সময় হয়নি। ঠিক এমন সময় এলাকায় শান্ত ছেলে হিসেবে পরিচিত রাজু চিরতরে চলে গেল। শুক্রবার মোহাম্মদপুরে ব্যাপক গোলাগুলির মধ্যে পড়ে যায় রাজু। অফিস থেকে একটু দূরে টিউবওয়েলে দুপুরের খাবারের পানি আনতে গেলে পুলিশ তাকে ঘিরে ধরে। সে কুরিয়ার সার্ভিসের কর্মী পরিচয় দিলেও পুলিশ তার কোমরে অস্ত্র ঠেকিয়ে গুলি করে বলে জানান রাজুর বাবা আবু কালাম মোল্লা।
তবে তিনজনের মরদেহ দাফন হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো খবর নেওয়া হয়নি বলে পরিবারগুলো জানিয়েছেন। স্থানীয়রা জানান, পুলিশের গুলি খেয়ে মরল অথচ প্রশাসনের কাছে বিচার কেউ চাইছে না কেন। সবাই শুধু আল্লাহর কাছে বিচার চাইছে। এ বিষয়ে জানতে চাইলে পরিবারগুলোর পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।
সাব্বির হোসেন রাজু কাজ করতেন জননী কুরিয়ার সার্ভিসে। শুক্রবার (১৯ জুলাই) নামাজ শেষে দুপুরের খাবারের পানি আনতে গেলে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান তিনি। তাঁকে বাঁচাতে গেলে অপর দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। ২৭ বছর বয়সী রাজুর বাড়ি মাগুরা সদরের জগদল ইউনিয়নে। একই সময়ে মাগুরা শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নে মরদেহ আসে হাসিব ইকবালের (২৮)। তিনিও শুক্রবার ঢাকায় পল্লবী এলাকায় নামাজ শেষে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান।
হাসিবের দাফন শেষে জানা যায়, পাশের দ্বারিয়াপুর ইউনিয়নের বড়ইচারায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মোত্তাকিন বিল্লাহর শ্বশুর শহিদুল ইসলাম মরদেহের জন্য অপেক্ষা করছেন। ২৭ বছরের যুবক মোত্তাকিনের তিন বছরের একটি ছেলে আছে। তাঁদের মধ্যে একমাত্র হাসিব ইকবাল অবিবাহিত ছিলেন। তবে যেদিন তিনি গুলিবিদ্ধ হন, সেদিন বিকেলে তাঁর বিয়ের কথা চূড়ান্ত হওয়ার কথা বলছিলেন তাঁর বাবা এ এমএ রাজ্জাক।
শনিবার (২০ জুলাই) একই দিনে এই তিন যুবকের দেশের বাড়ি মাগুরায় দাফন সম্পন্ন হয়। তবে কোনো প্রকার মামলায় যেতে চাননি তাঁদের পরিবারগুলো। বিচার চেয়েছেন আল্লাহর কাছে।
নিহত হাসিব ইকবালের বাবা এম এ রাজ্জাক বলেন, ‘হাসিব বায়িং হাউসে চাকরি করত। শুক্রবারের নামাজ শেষে সে আর বাসায় ফেরেনি। তবে মাগরিবের নামাজের পর একটা ফোনে জানতে পারি ছেলের মরদেহ আন্জুমানর মফিদুলে। তার বন্ধুদের থেকে জানতে পেরেছি জুম্মার নামাজ শেষে প্রধান সড়কে কোটা আন্দোলন দেখতে গেলে হাসিবের মাথায় হেলিকপ্টার থেকে গুলি করা হয়। এরপর তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে বন্ধুরা তাকে গোসলের জন্য আঞ্জুমান মফিদুলে নিয়ে গেলে বাড়িতে ফোন করে।’
তিনি ছেলের এই ঘটনায় বিচার চান না আদালতে। তবে দুই হাত তুলে বলেন এই হত্যার বিচার আল্লাহর কাছে ছেড়ে দিলাম।
একইভাবে সৃষ্টিকর্তার কাছে বিচার চেয়েছেন বড়ইচারার সন্তান নিহত মোত্তাকিন বিল্লাহর পরিবার। তাঁর শ্বশুর শহিদুল ইসলাম বলেন, ‘পাঁচ বছর হলো বিয়ে হয়েছে আমার মেয়ের সঙ্গে। তার বাবা নেই। জামাই আমার তিন বছরের শিশুসন্তান রেখে চলে গেল। ঢাকায় সে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। আমার মেয়েও একটি বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কাজ করে। শুক্রবার বাইরে বের হলে তার মাথায় গুলি লাগে হেলিকপ্টার থেকে। তাকে বাঁচানোর জন্য কয়েকটি হাসপাতালে নিয়ে ছোটাছুটি করা হয়েছে। তবে শেষ পর্যন্ত সে আর বাঁচেনি।’
মাগুরা সদরের জগদল ইউনিয়নের আজমপুরের ছেলে রাজুর নিহতের ঘটনায় হতবাক গ্রামের মানুষ। রাজধানীর মোহম্মদপুরের জননী কুরিয়ার শাখায় চাকরি করা শুরু করেছে মাত্র কয়েক মাস। মাসের বেতনটাও বাড়িতে বাবার কাছে পাঠানোর সময় হয়নি। ঠিক এমন সময় এলাকায় শান্ত ছেলে হিসেবে পরিচিত রাজু চিরতরে চলে গেল। শুক্রবার মোহাম্মদপুরে ব্যাপক গোলাগুলির মধ্যে পড়ে যায় রাজু। অফিস থেকে একটু দূরে টিউবওয়েলে দুপুরের খাবারের পানি আনতে গেলে পুলিশ তাকে ঘিরে ধরে। সে কুরিয়ার সার্ভিসের কর্মী পরিচয় দিলেও পুলিশ তার কোমরে অস্ত্র ঠেকিয়ে গুলি করে বলে জানান রাজুর বাবা আবু কালাম মোল্লা।
তবে তিনজনের মরদেহ দাফন হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো খবর নেওয়া হয়নি বলে পরিবারগুলো জানিয়েছেন। স্থানীয়রা জানান, পুলিশের গুলি খেয়ে মরল অথচ প্রশাসনের কাছে বিচার কেউ চাইছে না কেন। সবাই শুধু আল্লাহর কাছে বিচার চাইছে। এ বিষয়ে জানতে চাইলে পরিবারগুলোর পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
২১ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
২৬ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
৪১ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে