Ajker Patrika

বাগেরহাটে কম দামে পণ্য কিনতে ‘বিনা লাভের বাজারে’ ভিড়

বাগেরহাট প্রতিনিধি
‘চলো পাল্টাই’ সংগঠনের বিনা লাভের সবজির বাজার। ছবি: সংগৃহীত
‘চলো পাল্টাই’ সংগঠনের বিনা লাভের সবজির বাজার। ছবি: সংগৃহীত

বাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিনা লাভের বাজার’ চালু করেছে। এখান থেকে আলু, পেঁয়াজ, ডালসহ নানা পণ্য বাজারের চেয়ে কম দামে কিনতে পারছেন ক্রেতারা।

আজ শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের পরিত্যক্ত যাত্রী ছাউনিতে এ বাজার চালু করেন স্বেচ্ছাসেবকরা। সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। প্রতি শুক্রবার জুমার নামাজের পর এই বাজার সবার জন্য উন্মুক্ত থাকবে।

এ বাজারে কম দামে পণ্য কিনতে ভিড় জমিয়েছেন স্বল্প আয়ের মানুষরা। খোলা বাজারের তুলনায় কম দামে পণ্য কিনতে পেরে খুশি তাঁরা।

কচুয়া উপজেলার নুরুল হক বলেন, ‘দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। এখানে কম দামে আলু, পেঁয়াজ, ডাল ও মিষ্টি কুমড়া কিনেছি। খুব উপকার হলো।’

আরেক ক্রেতা সোনাম উদ্দিন শেখ বলেন, ‘এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অনেক সহায়ক। যদি এটি নিয়মিত হতো, তাহলে আমাদের জন্য আরও ভালো হতো।’

খোলা বাজারে ৭৫ টাকার আলু এখানে বিক্রি হয়েছে ৬৮ টাকায়। ১২০ টাকার কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৯০ টাকায়। ১১০ টাকার ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ টাকায়।

এছাড়া মিষ্টি কুমড়া, লাউ, মুলা, লাল শাকসহ অন্যান্য সবজি বাজার মূল্যের চেয়ে কেজিতে ১০-২০ টাকা কমে বিক্রি হয়েছে। সন্ধ্যা পর্যন্ত প্রায় ২০০ ক্রেতা এ বাজার থেকে স্বল্প মূল্যে পণ্য কিনেছেন।

‘চলো পাল্টাই’ সংগঠনের সভাপতি সরদার এনামুল হক শিমুল বলেন, ‘আমরা সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য এই উদ্যোগ নিয়েছি। এখন থেকে প্রতি শুক্রবার এ কার্যক্রম চালু থাকবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিনা লাভের পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত