বটিয়াঘাটা প্রতিনিধি
খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৪ নম্বর দেলুটি ইউনিয়নের ফুলবাড়ীর মনিমালা ও মনিমোহন জোয়ার্দার দম্পতির বাড়ির গাছে সাত থেকে আট হাত লম্বা কুশি ধরেছে। এর আগে এত লম্বা কুশি দেখা যায়নি বলে ধারণা করা হচ্ছে।
সরেজমিনে কৃষক মনিমালা ও মনিমোহন জোর্দারের বাড়ি গিয়ে দেখা যায়, তাঁদের উঠানের কুশিগাছে সাত থেকে আট হাত লম্বা কুশি। তাঁরা বলেন, ‘আমাদের এক আত্মীয়ের মাধ্যমে ভারত থেকে কুশির দুটি বীজ এনেছিলাম। পরে বীজ দুটি আমাদের বাড়ির ভেতরে ভিটায় রোপণ করেছিলাম। দুটি বীজের ভেতর থেকে একটি বীজের চারা হয়েছে। গাছটির বয়স প্রায় তিন মাস। একটি গাছে ১৬টি কুশি হয়েছে। গাছে ছোট-বড় আরও অনেক কুশি রয়েছে। কুশি খেতেও অনেক ভালো।’
মনিমোহন জোয়ার্দার বলেন, ‘আমাদের জীবনকালেও এত লম্বা কুশি কখনো দেখিনি। কুশিটির নাম হচ্ছে রাম কুশি।’
কৃষক মনিমোহন জোয়ার্দার বলেন, `কৃষি অফিসের সার্বিক সহযোগিতা পেলে হয়তো আমরা এই জাতের কুশির বীজ সংগ্রহ করে বীজজাত করতে পারব।'
বটিয়াঘাটা উপসহকারী কৃষিবিদ মো. আব্দুল মান্নান বলেন, এটা কোন জাতের কুশি সেটা বলা সম্ভব নয়। তবে ধারণা করা হচ্ছে, `এই কুশি খুবই ভালো জাতের বীজ। আমরা বীজ সংরক্ষণের সার্বিক সহযোগিতা করব।'
খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৪ নম্বর দেলুটি ইউনিয়নের ফুলবাড়ীর মনিমালা ও মনিমোহন জোয়ার্দার দম্পতির বাড়ির গাছে সাত থেকে আট হাত লম্বা কুশি ধরেছে। এর আগে এত লম্বা কুশি দেখা যায়নি বলে ধারণা করা হচ্ছে।
সরেজমিনে কৃষক মনিমালা ও মনিমোহন জোর্দারের বাড়ি গিয়ে দেখা যায়, তাঁদের উঠানের কুশিগাছে সাত থেকে আট হাত লম্বা কুশি। তাঁরা বলেন, ‘আমাদের এক আত্মীয়ের মাধ্যমে ভারত থেকে কুশির দুটি বীজ এনেছিলাম। পরে বীজ দুটি আমাদের বাড়ির ভেতরে ভিটায় রোপণ করেছিলাম। দুটি বীজের ভেতর থেকে একটি বীজের চারা হয়েছে। গাছটির বয়স প্রায় তিন মাস। একটি গাছে ১৬টি কুশি হয়েছে। গাছে ছোট-বড় আরও অনেক কুশি রয়েছে। কুশি খেতেও অনেক ভালো।’
মনিমোহন জোয়ার্দার বলেন, ‘আমাদের জীবনকালেও এত লম্বা কুশি কখনো দেখিনি। কুশিটির নাম হচ্ছে রাম কুশি।’
কৃষক মনিমোহন জোয়ার্দার বলেন, `কৃষি অফিসের সার্বিক সহযোগিতা পেলে হয়তো আমরা এই জাতের কুশির বীজ সংগ্রহ করে বীজজাত করতে পারব।'
বটিয়াঘাটা উপসহকারী কৃষিবিদ মো. আব্দুল মান্নান বলেন, এটা কোন জাতের কুশি সেটা বলা সম্ভব নয়। তবে ধারণা করা হচ্ছে, `এই কুশি খুবই ভালো জাতের বীজ। আমরা বীজ সংরক্ষণের সার্বিক সহযোগিতা করব।'
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৩ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৩ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৬ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
১৬ মিনিট আগে