Ajker Patrika

প্রথিতযশা সাড়ে চার শ সার্জারি চিকিৎসক নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

­যশোর প্রতিনিধি
যশোরে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সেমিনার শুরু। ছবি: আজকের পত্রিকা
যশোরে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সেমিনার শুরু। ছবি: আজকের পত্রিকা

সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে যশোরে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সেমিনার শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার যশোর আইটি পার্কের মিলনায়তনে দেশের প্রথিতযশা সাড়ে চার শ সার্জারি চিকিৎসক নিয়ে এই সেমিনারের আয়োজন করে সোসাইটি অব সার্জন বাংলাদেশ যশোর জোন।

সেমিনারে সার্জারির বিভিন্ন ঝুঁকির কারণগুলো নিয়ে আলোচনা করা হয়। চিকিৎসায় সার্জারির ভূমিকা এবং সার্জনদের বিশেষজ্ঞদের সমন্বয়ে রোগীদের কীভাবে আরও যুগোপযোগী সেবা দেওয়া যায়, সে বিষয়ে আলোকপাত করেন প্রথিতযশা সার্জারিয়ানেরা।

এ ধরনের সেমিনারে সার্জারি চিকিৎসকদের সঠিকভাবে সার্জারি করতে ও রোগীদের সেবা দিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তরুণ চিকিৎসকেরাও। প্রথমবারের মতো হওয়া সেমিনার নবীন-প্রবীণ চিকিৎসকের মিলনমেলায় পরিণত হয়। দুই দিনব্যাপী সেমিনারে চারটি সেশনে ২০টি বিষয়ভিত্তিক সার্জারির ওপর আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ফিরোজ কাদীর। সোসাইটি অব সার্জন বাংলাদেশ যশোর জোনের সভাপতি প্রফেসর এন কে আলমের সভাপতিত্বে বক্তব্য দেন সোসাইটি অব সার্জন বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রফেসর রফিকেস সালেহীন, সাবেক সভাপতি প্রফেসর মাহমুদ হাসান আলমগীর, সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর সৈয়দ মাহবুবুল আলম, সংগঠনটির সহসভাপতি প্রফেসর এ এম এস এম শরিফুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সামি আল হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সায়েম, বৈজ্ঞানিক সম্পাদক জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির যশোর জোনের সাধারণ সম্পাদক শরিফুল আলম খান। আগামীকাল শুক্রবার এই সেমিনারের সমাপ্ত হবে।

সোসাইটি অব সার্জন বাংলাদেশ যশোর জোনের সাধারণ সম্পাদক শরিফুল আলম খান বলেন, ‘সারা দেশের প্রথিতযশা সার্জনেরা এসেছেন সেমিনারে। নতুন-প্রবীণ সার্জনদের মিলনমেলায় পরিণত হয়েছে সেমিনার। চারটা সেশনে জেনারেল, ল্যাপারোস্কোপিকসহ ২০টি বিষয়ভিত্তিক সার্জনের ওপর আলোকপাত করা হয়। দেশের প্রথিতযশা সার্জারিয়ানদের অভিজ্ঞতা শেয়ারের মধ্য দিয়ে সার্জারি চিকিৎসকদের চিকিৎসা মেধা আরও উন্নতি ও সমৃদ্ধ হচ্ছে। আশা করছি, দেশের প্রথমবারের মতো হওয়া সেমিনারের মধ্য দিয়ে চিকিৎসকেরা সাধারণ মানুষকে সেবা দিতে আরও সহায়ক ভূমিকা পালন করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত