Ajker Patrika

শিক্ষকের চড় খেয়ে থানায় অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
শিক্ষকের চড় খেয়ে থানায় অভিযোগ

সাতক্ষীরা সদর উপজেলার তালতলা মাধ্যমিক বিদ্যালয়ে বেতন বকেয়া থাকায় ছাত্রকে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর থানায় অভিযোগ করেছে ওই শিক্ষার্থীর বড় ভাই। তবে প্রধান শিক্ষক বলছেন, বেয়াদবি করার কারণে চড়-থাপ্পড় মারা হয়েছে। 

থানায় অভিযোগকারী সাতক্ষীরা শহর উপকণ্ঠের তালতলা গ্রামের সোলাইমান হোসেন জানান, তাঁর ছোট ভাই ফারুক আহমেদ তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। গতকাল রোববার বেলা ১১টার দিকে প্রধান শিক্ষক রেজাউল করিম ক্লাসে গিয়ে বেতন পরিশোধ যারা করেনি তাদের তাঁর অফিসকক্ষে যাওয়ার নির্দেশ দেন। নির্দেশমতো তাঁর ভাইসহ অন্যরা অফিসকক্ষে গেলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের বেত্রাঘাত করেন প্রধান শিক্ষক। 

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, চুল অনেক লম্বা থাকায় তিনি ফারুকসহ অন্যদেরকে অফিসে যেতে বলেন। চুল কাটতে পারবে না বলে সাফ জানিয়ে দেয় তারা। এমন বেয়াদবি করায় তিনি তাদের কয়েকটি চড়-থাপ্পড় মেরেছেন। ‘বর্তমান সময়ে শিক্ষকতা করার মতো অবস্থা নেই’ বলে হতাশা প্রকাশ করেন তিনি। 

সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কাদির বলেন, ‘অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মৌখিকভাবে শুনেছি। লিখিত এলে সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে চাকরির বাজারে কম দামি ১২ ডিগ্রি, কদর বাড়ানোর উপায় কী

পোশাক কারখানায় রাতভর নির্যাতনে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, সহকর্মী গ্রেপ্তার

চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, অভিযোগ শ্রমিক-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত