Ajker Patrika

মাগুরায় কোরবানির হাটে গরু বেশি, ক্রেতা কম

মাগুরা প্রতিনিধি
আপডেট : ২০ জুন ২০২৩, ১৬: ১৭
মাগুরায় কোরবানির হাটে গরু বেশি, ক্রেতা কম

ঈদুল আজহার এক সপ্তাহ বাকি থাকলেও মাগুরায় জমে ওঠেনি পশুর হাট। বিশেষ করে গরু বিক্রিতে অনেকটাই ভাটা চলছে বলে বিক্রেতারা বলছেন। ক্রেতাদের অভিযোগ, হাট প্রকৃত বিক্রেতাদের দখলে নেই। দালালেরাই নিয়ন্ত্রণ করছে হাট। এর ফলে গরুর দাম তুলনামূলক বেশি। 

মাগুরার আলমখালী, কাটাখালী, রামনগরের গরু ও ছাগলের হাট ঘুরে দেখা গেছে ক্রেতাদের ভিড় অনেকটাই কম। পর্যাপ্ত গরু ও ছাগল থাকলেও এসব হাটে ভিড় বাড়েনি। গেল বছরগুলোতে কোরবানির ঈদের এক সপ্তাহ আগে যেখানে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়; এবার ভিড় কমার কারণ বলছেন বিভিন্ন ক্রেতা। 

মাগুরা কলেজপাড়ার বাসিন্দা মো. ওয়াজেদ আলী বলেন, ‘প্রতিবছর ঈদে ঢাকা থেকে মাগুরায় আসি। পরিবারের সবাই আনন্দ নিয়ে ঈদ উদ্‌যাপন করি। কিন্তু এবার গরু কিনতে এসে খুব অবাক হচ্ছি। যে গরুর দাম দেড় লাখ হওয়ার কথা, সেটি চাইছে আড়াই লাখ টাকা। হাট ঘুরে দেখলাম, একই দলের ব্যক্তিরা পুরো হাটে থাকা পশুর দাম নির্ধারণ করছেন, যা খুবই হতাশ করছে আমাদের।’ 

গরু কিনতে আলমখালী হাটে আসা এক মসজিদের ইমাম মোহাম্মদ আলী বলেন, ‘আমাকে এলাকার একজন সঙ্গে নিয়ে এসেছে। গরু পাচ্ছি, কিন্তু দাম খুব বেশি। প্রকৃত গরুর মালিক মনে হচ্ছে এরা না। ব্যাপারী কিংবা দালাল শ্রেণিরা হাট নিয়ন্ত্রণ করছে। তাই গরুর দাম বেশি। বাড়িতে চলে যাচ্ছি, বাজেট কম তাই।’ 

হাটে দালালদের সংখ্যা বেশির অভিযোগ অস্বীকার করেন হাট ইজারাদার কমিটির সদস্য দিপু খন্দকার। তিনি বলেন, ‘হয়তো দু-একজন এটা গোপনে করতে পারে। কিন্তু পুরো হাটে এটা সম্ভব নয়। তবে আমরা ধরতে পারলে ব্যবস্থা নেব।’ 

এদিকে মাগুরা জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে জানা গেছে, জেলায় এবার প্রায় ৮২ হাজার গরু ও ছাগল লালন-পালন করেছেন খামারিরা। গত বছর জেলায় কোরবানির পশু ছিল ৩২ হাজার। এবার কোরবানির পশুর কোনো সংকট নেই। 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম শাউনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘কোরবানির পশুর যে চাহিদা, সে অনুপাতে যথেষ্ট রয়েছে। তাই দাম সহনশীল রাখতে খামারিদের অনুরোধ করা হচ্ছে। আমাদের ১২টি ভেটেরিনারি টিম বিভিন্ন হাটে কাজ করছে। আশা করা যায় মাগুরায় কোরবানির পশুর যে পর্যাপ্ততা, তাতে জেলার বাইরেও খামারিরা পশু বিক্রি করতে পারবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত