সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবনের পর্যটনকেন্দ্র কলাগাছি ও দোবেকিতে যত্রতত্র প্লাস্টিকের বোতল ও খাবারের প্যাকেট ফেলার অভিযোগে পর্যটকবাহী ট্রলার চলাচল সাময়িক নিষিদ্ধ করেছে বন বিভাগ। আজ শনিবার বেলা ১১টার দিকে ট্রলার চলাচলের এ অনুমতি বাতিল করা হয়। তবে সন্ধ্যায় বন বিভাগের সঙ্গে এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে ট্রলার মালিক সমিতির।
এ বিষয়ে ট্রলারমালিক ফেরদৌস আহমেদ আজকের পত্রিকাকে বলেন, শনিবার ছুটির দিন হওয়ায় বেশ কিছু পর্যটক এসেছিলেন মুন্সিগঞ্জে। দুটি ট্রলার সুন্দরবনের উদ্দেশে যাত্রা শুরু করার পরপরই ট্রলার চলাচলের অনুমতি বাতিল করে দেন মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
ফেরদৌস বলেন, ‘পরে খোঁজখবর নিয়ে জানতে পারি, পর্যটক কর্তৃক প্লাস্টিকের বোতল ও খাবারের প্যাকেট বহনের অভিযোগে ট্রলারের অনুমতিপত্র দেওয়া বন্ধ রয়েছে।’
ফেরদৌস আরও বলেন, ‘সন্ধ্যার পরপরই ট্রলারমালিকসহ পর্যটন-সংশ্লিষ্টদের সঙ্গে সহকারী বন সংরক্ষকের সভা রয়েছে। আশা করছি, সেখানে বিষয়টি সমাধান হয়ে যাবে।’
বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল শুক্রবার আমি কলাগাছি পর্যটনকেন্দ্রে গিয়েছিলাম। সেখানে প্লাস্টিক সামগ্রীর ছড়াছড়ি দেখেছি। তাই ট্রলার চলাচলের অনুমতিপত্র সাময়িক স্থগিত রেখেছি। সন্ধ্যায় বৈঠক ডেকেছি।’
ইকবাল আরও বলেন, ‘বৈঠকে ট্রলারমালিকেরা যদি পরিবেশ বিপর্যয় রোধে দায়িত্ব নিতে পারেন, তবে তাঁদের অনুমতিপত্র আবারও চালু করা হবে। সুন্দরবন সুরক্ষায় বন ও পরিবেশ মন্ত্রণালয়েরও এ বিষয়ে নির্দেশনা রয়েছে।’
সুন্দরবনের পর্যটনকেন্দ্র কলাগাছি ও দোবেকিতে যত্রতত্র প্লাস্টিকের বোতল ও খাবারের প্যাকেট ফেলার অভিযোগে পর্যটকবাহী ট্রলার চলাচল সাময়িক নিষিদ্ধ করেছে বন বিভাগ। আজ শনিবার বেলা ১১টার দিকে ট্রলার চলাচলের এ অনুমতি বাতিল করা হয়। তবে সন্ধ্যায় বন বিভাগের সঙ্গে এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে ট্রলার মালিক সমিতির।
এ বিষয়ে ট্রলারমালিক ফেরদৌস আহমেদ আজকের পত্রিকাকে বলেন, শনিবার ছুটির দিন হওয়ায় বেশ কিছু পর্যটক এসেছিলেন মুন্সিগঞ্জে। দুটি ট্রলার সুন্দরবনের উদ্দেশে যাত্রা শুরু করার পরপরই ট্রলার চলাচলের অনুমতি বাতিল করে দেন মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
ফেরদৌস বলেন, ‘পরে খোঁজখবর নিয়ে জানতে পারি, পর্যটক কর্তৃক প্লাস্টিকের বোতল ও খাবারের প্যাকেট বহনের অভিযোগে ট্রলারের অনুমতিপত্র দেওয়া বন্ধ রয়েছে।’
ফেরদৌস আরও বলেন, ‘সন্ধ্যার পরপরই ট্রলারমালিকসহ পর্যটন-সংশ্লিষ্টদের সঙ্গে সহকারী বন সংরক্ষকের সভা রয়েছে। আশা করছি, সেখানে বিষয়টি সমাধান হয়ে যাবে।’
বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল শুক্রবার আমি কলাগাছি পর্যটনকেন্দ্রে গিয়েছিলাম। সেখানে প্লাস্টিক সামগ্রীর ছড়াছড়ি দেখেছি। তাই ট্রলার চলাচলের অনুমতিপত্র সাময়িক স্থগিত রেখেছি। সন্ধ্যায় বৈঠক ডেকেছি।’
ইকবাল আরও বলেন, ‘বৈঠকে ট্রলারমালিকেরা যদি পরিবেশ বিপর্যয় রোধে দায়িত্ব নিতে পারেন, তবে তাঁদের অনুমতিপত্র আবারও চালু করা হবে। সুন্দরবন সুরক্ষায় বন ও পরিবেশ মন্ত্রণালয়েরও এ বিষয়ে নির্দেশনা রয়েছে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে