Ajker Patrika

নওয়াপাড়া পৌরসভায় ১১৩ কোটি টাকার বাজেট পেশ

অভয়নগর প্রতিনিধি
নওয়াপাড়া পৌরসভায় ১১৩ কোটি টাকার বাজেট পেশ

যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভায় ২০২২-২০২৩ অর্থ বছরে নতুন কোনো কর আরোপ ছাড়াই ১১২ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ১৯১ টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে। এ ছাড়া ২০২১-২০২২ অর্থ বছরের সংশোধিত বাজেট পেশ করা হয়। আজ বুধবার দুপুর ১২টার দিকে পৌর মিলনায়তনে আয়োজিত সভায় এ উন্মুক্ত বাজেট পেশ করা হয়। মেয়র সুশান্ত কুমার দাস শান্তর সভাপতিত্বে পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন এ বাজেট পেশ করেন।

বাজেটে রাজস্ব খাতে ৯ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ৮৬৭ টাকা আয় ও ৯ কোটি ৩০ লাখ ৬৮ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ১০২ কোটি ৪৯ লাখ টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া ২০২১-২০২২ অর্থ বছরের সংশোধিত বাজেটে রাজস্ব খাতে ৬ কোটি ৩১ লাখ ৪১ হাজার ২৬৭ ও ৬ কোটি ৫৭ লাখ ৮৩ হাজার ৯৯৮ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ৬ কোটি ৬৮ লাখ আয় ও ব্যয় ধরা হয়েছে সাত কোটি ৯১ লাখ ৭৬ হাজার ৬৪০ টাকা।

অনুষ্ঠানে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী ডা. সাফিয়া খানম, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, সব ওয়ার্ড কাউন্সিলর ও হিসাবরক্ষক মো. উজ্জ্বল বক্তব্য দেন।

বাজেটে নওয়াপাড়া পৌরসভাকে আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে ব্যাপক হারে বৃক্ষরোপণ ও মশক নিধন, সড়কবাতি সম্প্রসারণ, বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা চালু, নারীর ক্ষমতায়ন ও দুস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং উন্নত যোগাযোগ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত