Ajker Patrika

মৌমাছির হুলে প্রাণ গেল ছাত্রদল নেতার

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৬: ০৫
মৌমাছির হুলে প্রাণ গেল ছাত্রদল নেতার

যশোরের ঝিকরগাছায় মৌমাছির হুলে জাহিদ হাসান আকাশ (২৮) নামেন এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। 

নিহত আকাশ উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের জাকির হোসেনের ছেলে ও সদর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি। 

আকাশের ছোট ভাই মো. রাহুল হোসেন বলেন, ‘ভাই অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখভাল করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাবির সঙ্গে ছিলেন। ভোরে হাসপাতালের ভেতরে কয়েকটি মৌমাছি হুল ফোটালে সে গুরুতর অসুস্থ বলে মোবাইল ফোনে খবর পাই। গিয়ে দেখি তাঁর অবস্থা খারাপ। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

রাহুল আরও বলেন, ভাবিকেও মৌমাছি হুল ফুটিয়েছিল। মৌমাছির হুলের পর ভাই স্ট্রোক করে মারা গেছেন বলে জানান চিকিৎসকেরা। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশিদুল আলম বলেন, পাঁচটার সময়ে আকাশ গুরুতর অসুস্থ হলে সেবিকারা কর্তব্যরত ডাক্তারকে জানায়। তখন রোগীর অবস্থা খারাপ ছিল এবং কেউ বলতে পারেননি কীসে কামড়িয়েছে। তখনই তিনি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত