Ajker Patrika

বন্ধুর সঙ্গে দেখা করতে ইবিতে গিয়ে ইডেন ছাত্রী আটক

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২৩, ২২: ৩৮
বন্ধুর সঙ্গে দেখা করতে ইবিতে গিয়ে ইডেন ছাত্রী আটক

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (ইবি) এক তরুণ ও তরুণীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। নিরাপত্তা কর্মীদের দাবি, তরুণ-তরুণীকে ‘আপত্তিকর’ অবস্থায় দেখে তারা। তাই তাদের আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেয়।  আজ সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে এলাকা থেকে তাঁদের আটক করা হয়। 

নিরাপত্তা কর্মী সূত্রে জানা গেছে,  আটক তরুণ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র ও লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থী। তরুণি ঢাকার ইডেন কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের পরিচয় ও বন্ধুত্ব হয়। পরে তরুণের ডাকে গত ৪ মার্চ ক্যাম্পাসে আসেন ওই ছাত্রী। ক্যাম্পাসে এসে ছাত্রের এক বান্ধবীর কাছে হলে অবস্থান করেন তিনি। দুই দিন হলে থাকার পর আজ (সোমবার) দেখা করতে এলে নিরাপত্তা কর্মীরা তাদের আটক করে। এ সময় উভয়কে বিয়ের বিষয়ে বলা হলে তরুণী রাজি হননি। 

এ বিষয়ে সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন বলেন, ‘ঘটনা শোনার পর আমি ঘটনাস্থলে যাই। পরে তাদের প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। এরপর তাদের অভিভাবকের সঙ্গে কথা বলে ছেলেকে একাডেমিক বিভাগের দায়িত্বে দেওয়া হয়েছে এবং মেয়েকে তাঁর পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছি।’

 বান্ধবীর কাছে হলে অবস্থান করেন তিনি। দুই দিন হলে থাকার পর আজ (সোমবার) প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হন। এ সময় উভয়কে বিয়ের বিষয়ে বলা হলে প্রেমিকা (মেয়ে) রাজি হননি। 

সূত্রে আরও জানা যায়, আটক হওয়া (ছেলে) প্রেমিকের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জের সুজলপুর ও প্রেমিকার (মেয়ে) বাড়ি খুলনা জেলার পাইকগাছার আলমতলা গ্রামে।

এ বিষয়ে সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন বলেন, ঘটনা শোনার পর আমি ঘটনাস্থলে যাই। পরে তাদের প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। এরপর তাদের অভিভাবকের সঙ্গে কথা বলে ছেলেকে একাডেমিক বিভাগের দায়িত্বে দেওয়া হয়েছে এবং মেয়েকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত