Ajker Patrika

দেবহাটায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

সাতক্ষীরার দেবহাটায় পানিতে ডুবে পৃথক ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ কোমরপুর এলাকায় একই সঙ্গে দুই শিশু ও সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে আরেক শিশুর মৃত্যু হয়েছে।

পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ। তিনি জানান, ‘পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পারুলিয়া ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ আবদুল কাদের জানান, দক্ষিণ কোমরপুর গ্রামের দিনমজুর আব্দুর রহিমের ছেলে রিপন হোসেন (৪) ও তাঁর প্রতিবেশী বিল্লাল হোসেন বাবুর ছেলে জাবির হোসেন (৪) পানিতে ডুবে মারা গেছে। আজ বিকেলে তারা বাড়ির পাশে মাছের ঘেরের পাড়ে খেলা করার সময় পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে সখিপুর ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন জানান, ইউনিয়নের তিলকুড়া গ্রামের আয়ুব আলীর ছেলে রুহুল আমিন (৭) পানিতে ডুবে মারা গেছে। সে দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় রুহুল ডুবে গেলে তার বড়ভাই চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত