Ajker Patrika

নাশকতা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা গ্রেপ্তার

যশোর প্রতিনিধি
নাশকতা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা গ্রেপ্তার

যশোরে নাশকতা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে শহরের ঘোপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব-৬ যশোর কোম্পানির অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাতে শহরের ঘোপ জেল রোড এলাকা থেকে সাবিরা সুলতানা মুন্নীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গত ৩১ অক্টোবর ঝিকরগাছা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া থানায় আরও দুটি বিস্ফোরক আইনের মামলা রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত