Ajker Patrika

বেঙ্গল টেক্সটাইল মিল: ইনচার্জের বিরুদ্ধে মালামাল বিক্রিচেষ্টার অভিযোগ 

অভয়নগর (যশোর) প্রতিনিধি
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ২০: ২৩
বেঙ্গল টেক্সটাইল মিল: ইনচার্জের বিরুদ্ধে মালামাল বিক্রিচেষ্টার অভিযোগ 

যশোরের অভয়নগরে বেঙ্গল টেক্সটাইল মিলের মালামাল স্ক্র্যাপ (ভাঙারি) হিসেবে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে মিলের সহ-ব্যবস্থাপক (কারি:) ও মিল ইনচার্জ মো. আতিকুর ইসলামের বিরুদ্ধে। 

আজ রোববার সকালে মালামাল ভর্তি একটি ট্রাক মিলের গেট থেকে বের হওয়ার সময় এলাকাবাসী তা আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মালামাল তাদের হেফজতে নেয়। 

বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশনের (বিটিএমসি) নিয়ন্ত্রণে থাকা মিলটি গোপাল চন্দ্র সাহা নামে এক ব্যবসায়ী ভাড়া নিয়ে সচল রেখেছেন বলে কর্তৃপক্ষ জানায়।   

মিলে কর্মরত প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, মো. আতিকুর ইসলাম স্যারের নির্দেশে রোববার সকাল ৯ টার দিকে ১ ও ২ নম্বর ইউনিটের স্টোররুম থেকে মিলের ব্যবহৃত মালামাল স্ক্র্যাপ হিসেবে (যশোর ট-১১-১২৯৭) ট্রাকে লোড দেওয়া হয়। যার মধ্যে ইলেকট্রিক মটরসহ বিভিন্ন দামি মালামাল ছিল। পরে এলাকাবাসী ট্রাকটি আটকে পুলিশে খবর দেয়। 

এ ব্যাপারে মিলের সহ-ব্যবস্থাপক (কারি:) ও মিল ইনচার্জ মো. আতিকুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এনায়েত হোসেন নামে বিটিএমসির এক প্রতিনিধি স্ক্র্যাপ হিসেবে বাতিল মালামাল নিতে আসেন। সকালে একটি ট্রাকে কিছু মালামাল লোড দেওয়া হয়। পরে বিটিএমসির অনুমতিপত্র না দেখালে মালামাল আটকে রাখা হয়। কাগজপত্র ছাড়া স্টোররুমের মালামাল ট্রাকে কিভাবে লোড দেওয়া হয়েছে এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি।  

যশোরের অভয়নগরে বেঙ্গল টেক্সটাইল মিলের মালামাল ট্রাকে ভরে নিয়ে যাওয়ার চেষ্টাবিটিএমসির প্রতিনিধি পরিচয় দেওয়া মো. এনায়েত হোসেন বলেন, তার বাবার নাম জুমায়েত হোসেন। বর্তমানে তিনি ঢাকার পুরানাপল্টন এলাকায় থাকেন। স্থায়ী ঠিকানা খুলনার বটিয়াঘাটা উপজেলার হালিয়া শিয়ালডাঙ্গা গ্রাম। স্ক্র্যাপ নেওয়ার বৈধ কাগজপত্র হেড অফিস থেকে না পাঠানোর কারণে এমন পরিস্থিতির শিকার হয়েছেন বলে তিনি দাবি করেন। তবে বিটিএমসির কোন পদে আছে এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে তিনি আর কথা বলেননি। 

এলাকাবাসীর অভিযোগ, ইতোপূর্বে সহব্যবস্থাপক (কারি:) ও মিল ইনচার্জ মো. আতিকুর ইসলাম মিলের বন্ধ থাকা ইউনিটের দামি দামি মালামাল সরিয়ে ফেলে বিক্রি করেছেন। বেশ কিছু ফলজ গাছও রাতের আঁধারে কেটে বিক্রি করেছেন। একজন অসাধু কর্মকর্তা তিনি। তার বিরুদ্ধে বিটিএমসি দ্রুত ব্যবস্থা না নিলে মিলটি অচিরেই বন্ধ হয়ে যাবে। কাজ হারাবে শতশত শ্রমিক-কর্মকর্তা।   

এ ব্যাপারে যশোর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে অভয়নগরের বেঙ্গল টেক্সটাইল মিলে পৌঁছাই। বৈধ কাগজপত্র না পাওয়া পর্যন্ত মালামাল পুলিশ হেফাজতে রাখা হবে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত