Ajker Patrika

পাইকগাছায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রাম্য ডাক্তার গ্রেপ্তার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৪: ৫৪
গ্রেপ্তার মহানন্দ মহলদার। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার মহানন্দ মহলদার। ছবি: সংগৃহীত

খুলনার পাইকগাছায় পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মহানন্দ মহলদার (৫৬) নামের এক গ্রাম্য ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শনিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তিকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শামীম রেজা জানান, ওই গ্রাম্য ডাক্তার প্রায় সময় শিশুটির বাবার বাড়িতে যাতায়াত করতেন। গত ২ জুলাই শিশুটির বাবা রাস্তার দিকে গেলে গ্রাম্য ডাক্তার মহনন্দ মহলদার মোবাইল ফোন দেখার প্রলোভনে শিশুটিকে কাছে টেনে নেয়। পরে তাকে নিপীড়ন করে। বিষয়টি শিশুটির মা দেখতে পায়। শিশুর বাবা বাড়ি এলে মা সব খুলে বলেন। পরে শিশুর বাবা থানায় অভিযোগ করেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় থানার পুলিশ তা লিখিত অভিযোগ হিসাবে গ্রহণ করে নিয়মিত মামলা দায়ের করে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ঈদ্রিসুর রহমান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত