Ajker Patrika

করোনায় খুলনা বিভাগে ২৭ জনের মৃত্যু

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ১০: ৩৮
করোনায় খুলনা বিভাগে ২৭ জনের মৃত্যু

খুলনা: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে আরও ২৭ জন। শনাক্ত হয়েছে ১ হাজার ৩২২ জন। এই পর্যন্ত খুলনা বিভাগে মারা গেছে ১ হাজার ১১৪ জন। মোট আক্রান্ত ৪৯ হাজার ৯৪৯ জন। এদিকে করোনা রোধে খুলনায় আজ চতুর্থ দিনের মতো লকডাউন চলছে।

আজ শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় কুষ্টিয়ার সর্বোচ্চ ১০ জন, খুলনার ৫ জন, যশোরের ৬ জন, ঝিনাইদহের ২ জন, চুয়াডাঙ্গার ১ জন, সাতক্ষীরার ১ জন, বাগেরহাটের ১ জন এবং মেহেরপুরের ১ জন মারা গেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৯৪৯ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৪। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ৯২২ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনাসংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩৩২ জন। জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ১৬১ জনের। মারা গেছে ২৩৩ জন এবং সুস্থ হয়েছে ১০ হাজার ৩৪৯ জন।

এ ছাড়া বাগেরহাটে ৭৩ জন, সাতক্ষীরায় ৪৮, চুয়াডাঙ্গায় ১১৬, যশোরে ৩৭০, ঝিনাইদহে ১৭৯, খুলনায় ৩৩২, কুষ্টিয়ায় ১১১, মাগুরায় ১০, মেহেরপুরে ৪৫, নড়াইলে ৩৮ জন শনাক্ত হয়েছে।

এদিকে খুলনায় করোনার সংক্রমণ রোধে গত ২২ জুন থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। পুলিশ নগরীর বিভিন্ন স্থানে পাহারা দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

নির্বাচনের আগে কোনো বৈধ অস্ত্র ফেরত দেবে না সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত