Ajker Patrika

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে ইবিতে আনন্দ মিছিল

ইবি প্রতিনিধি 
ইবিতে আনন্দ মিছিল শিক্ষার্থীদের। ছবি: আজকের পত্রিকা
ইবিতে আনন্দ মিছিল শিক্ষার্থীদের। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে এই আনন্দ মিছিল শুরু হয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, খেলাফত ছাত্র মজলিশের সভাপতি সাদেক আহমেদ, শাখা ছাত্র শিবিরের সভাপতি মাহমুদুল হাসান, ইবি সমন্বয়ক এস এম সুইট, সহসমন্বয়ক গোলাম রাব্বানী, ইয়াশিরুল কবীর, সাজ্জাতুল্লাহ শেখ, নাহিদ হাসান ছাড়াও কয়েক শ শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীরা নানান স্লোগান দিতে থাকেন।

এ সময় ইবি শাখা ছাত্র শিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই ভারতের তাবেদারি করার জন্য আমার সেনাবাহিনীর ভাইদের হত্যা করেছিল। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে চাওয়া নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়ে হত্যা করেছে। তারা বিভিন্ন সময় আমাদের দেশের মানুষকে গুম করেছে, খুন করেছে। শাপলা চত্বরে নির্বিচারে গুলি চালিয়ে আমার ভাইদের হত্যা করেছে। যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছে, তাদের কখনোই সহ্য করতে পারেনি। আওয়ামী সন্ত্রাসীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘আজ আট-নয় মাস পরে একটি জিনিস প্রতীয়মান হয়েছে, তা হচ্ছে—বাংলাদেশের জনগণ যা বলবে, সরকার তা করতে বাধ্য। বাংলাদেশ জনতা ঠিক করবে, আগামীর বাংলাদেশ কোন পথে চলবে। আগামীর বাংলাদেশ চলবে ছাত্রজনতার কথায়। জুলাইয়ের ঘোষণাপত্র যত দিন না পাব, তত দিন আমাদের জুলাই বিপ্লবীদের জীবন নিরাপত্তাহীনতায় থাকবে। ইন্টারিম ৩০ দিনের কথা বলেছে, আমরা ৩০ দিনই সময় দিতে চাই, ৩১ দিন হলে আমরা আন্দোলনে নেমে যাব। আমাদের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

এর আগে শনিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি সভায় বাংলাদেশ আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত