ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় দুই যুবকের থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার গোলাপদহা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি এলাকার বাসিন্দা ও ইউপি সদস্য সেলিম হোসেন (৪০), একই এলাকার তুহিন শেখ (৩০), রিয়াজ উদ্দিন (২৩) ও রাহুল মোল্লা (২১)।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার শোভনা এলাকার প্রান্ত কুমার সরদার (২৭) ও শান্ত সরদার (২১) মোটরসাইকেল ভাড়া করে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন উপজেলার গোনালী গ্রামের শিবপদ বিশ্বাস (৪৮)। তাঁরা ঘটনাস্থল গোলাপদহা এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা গ্রেপ্তার ব্যক্তিরা তাঁদের গতিরোধ করে পাশের একটি ঘেরে নিয়ে যান।
অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের কাছে থাকা টাকাপয়সা ছিনিয়ে নেন। এরপর প্রান্ত সরদারের মোবাইল ফোন থেকে তাঁর মায়ের কাছে ফোন করিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। প্রান্ত সরদারের মা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশের একটি দল ছদ্মবেশে প্রান্তর মাকে সঙ্গে নিয়ে মুক্তিপণ দেওয়ার নামে ঘটনাস্থলে গিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
একই সঙ্গে ছিনিয়ে নেওয়া ১৯ হাজার ৪০০ টাকা উদ্ধার করে পুলিশ। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় মোটরসাইকেল চালক শিবপদ বিশ্বাস বাদী হয়ে থানায় মামলা করেছে। এতে ওই চারজনকেই আসামি করা হয়। তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
খুলনার ডুমুরিয়ায় দুই যুবকের থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার গোলাপদহা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি এলাকার বাসিন্দা ও ইউপি সদস্য সেলিম হোসেন (৪০), একই এলাকার তুহিন শেখ (৩০), রিয়াজ উদ্দিন (২৩) ও রাহুল মোল্লা (২১)।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার শোভনা এলাকার প্রান্ত কুমার সরদার (২৭) ও শান্ত সরদার (২১) মোটরসাইকেল ভাড়া করে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন উপজেলার গোনালী গ্রামের শিবপদ বিশ্বাস (৪৮)। তাঁরা ঘটনাস্থল গোলাপদহা এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা গ্রেপ্তার ব্যক্তিরা তাঁদের গতিরোধ করে পাশের একটি ঘেরে নিয়ে যান।
অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের কাছে থাকা টাকাপয়সা ছিনিয়ে নেন। এরপর প্রান্ত সরদারের মোবাইল ফোন থেকে তাঁর মায়ের কাছে ফোন করিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। প্রান্ত সরদারের মা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশের একটি দল ছদ্মবেশে প্রান্তর মাকে সঙ্গে নিয়ে মুক্তিপণ দেওয়ার নামে ঘটনাস্থলে গিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
একই সঙ্গে ছিনিয়ে নেওয়া ১৯ হাজার ৪০০ টাকা উদ্ধার করে পুলিশ। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় মোটরসাইকেল চালক শিবপদ বিশ্বাস বাদী হয়ে থানায় মামলা করেছে। এতে ওই চারজনকেই আসামি করা হয়। তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২৯ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে