Ajker Patrika

অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৬: ১৬
অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

চুয়াডাঙ্গার জীবননগরে অটো রাইস মিলের বয়লার (চুলা) বিস্ফোরণে ফয়সাল (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার পেয়ারাতলায় মা-বাবা অটো অ্যাগ্রো ফুড অ্যান্ড রাইস মিলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ফয়সাল একই উপজেলার লক্ষ্মীপুর ব্রিজপাড়ার কামাল হোসেনের ছেলে। 

পুলিশ জানায়, রোববার সকালে রাইস মিলে ফয়সালসহ চারজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় বয়লার বিস্ফোরিত হয়। এতে অন্যরা রক্ষা পেলেও ঘটনাস্থলে নিহত হন ফয়সাল। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। 

ফয়সালের সহকর্মী রাকিব বলেন, ‘খাওয়া-দাওয়া শেষ করে আমি আর ফয়সাল বয়লারের পাশে কাজ করছিলাম। পাশে আরও দুজন কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দ হয়। ফয়সাল আমাকে বলে তুই ওই দিকে যা, আমি এদিকে যাচ্ছি। এ সময় বয়লার বিস্ফোরণে তার মৃত্যু হয়।’ 

এদিকে এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মিলের মালিক মো. শাহজাহান মিয়া। 

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, পেয়ারাতলায় মা-বাবা অটো অ্যাগ্রো ফুড অ্যান্ড রাইস মিলের বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলে শ্রমিক ফয়সাল নিহত হন। তবে এ বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত