ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্বামীর সঙ্গে পরকীয়ার সন্দেহে এক নারীকে (৪০) আটকে রেখে পিছমোড়া করে বেঁধে নির্যাতন করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ ওঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আজ সোমবার সকালে মামলা রুজু হয়েছে।
এর আগে গত শনিবার রাত সাড়ে ৭টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তের নাম ফেরদৌসী (৩৪)। তিনি উপজেলার ১২ মাইল এলাকার মোজাম্মেল মোল্লার ছেলে আরিফুল ইসলাম আরিফের আরিফের স্ত্রী।
পুলিশ, ভুক্তভোগী ও স্থানীদের সঙ্গে কথা বলে জানা যায়, দেড় বছর আগে ভুক্তভোগী ওই নারী আরিফের খাবার হোটেলে কাজ করতেন। সে সময় তিনি হোটেলের পেছনে হাসান নামে একজনের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর স্বামী বেশিরভাগ সময়ে গ্রামের বাড়িতে থাকেন। আরিফের স্ত্রী ফেরদৌসী সন্দেহ করতের তাঁর স্বামীর সঙ্গে ওই নারীর পরকীয়ার সম্পর্ক রয়েছে। এ কারণে ফেরদৌসি তাঁকে কাজ থেকে ছাড়িয়ে দেন।
ভাড়া থাকা অবস্থায় ভুক্তভোগী ওই নারী বাড়ির মালিক হাসানের স্ত্রীর কাছে জমা রাখা ২০ হাজার টাকা রেখেই বাড়ি ছেড়ে পৌরসভার নওদাপাড়ায় ভাড়া বাসায় চলে আসেন। এর মধ্যে হাসান বাড়িতে না থাকায় টাকা আনতে যায়নি ওই নারী। পরে হাসান বাড়িতে আসার খবর পেয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তার বাড়িতে টাকা আনতে যান। এ সময় হাসান গরু বিক্রি করে পরে টাকা পরিশোধ করবেন জানালে তিনি বাড়ির পথে রওনা দেন।
এ দিকে ওই নারী আসার খবর জানতে পেরে হোটেল মালিক আরিফের স্ত্রী ফেরদৌসী ও মেয়ে মোছা. আরিয়ান (১৮) তাঁকে রাস্তা থেকে ধরে নিয়ে যান। স্বামী আরিফের সঙ্গে পরকীয়া প্রেমের অভিযোগে ওই নারীর হাত বেঁধে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে তাঁর চুল কেটে দেওয়া হয়। পরে ওই নারীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ভুক্তভোগী নারী বলেন, ‘আমি দেড় বছর আগে আরিফের হোটেলে কাজ করতাম। সে সময় হাসানের বাড়িতে ভাড়া থাকতাম। কাজের জমানো টাকা হাসানের স্ত্রীর কাছে রেখেছিলাম। সেই টাকা আনতে গেলে রাস্তার মধ্যে আরিফের বউ ফেরদৌসী ও মেয়ে আরিয়ান আমাকে ধরে নিয়ে যায়। তাঁরা আমাকে পিছমোড়া করে বেঁধে বাঁশ দিয়ে খুব মারধর করে। এ সময় তাঁরা কাঁচি ও খুড় দিয়ে আমার মাথার চুল কেটে নেয়।’
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় ওই নারী রোববার রাতে অভিযোগ করেছেন। সোমবার সকালে মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্বামীর সঙ্গে পরকীয়ার সন্দেহে এক নারীকে (৪০) আটকে রেখে পিছমোড়া করে বেঁধে নির্যাতন করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ ওঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আজ সোমবার সকালে মামলা রুজু হয়েছে।
এর আগে গত শনিবার রাত সাড়ে ৭টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তের নাম ফেরদৌসী (৩৪)। তিনি উপজেলার ১২ মাইল এলাকার মোজাম্মেল মোল্লার ছেলে আরিফুল ইসলাম আরিফের আরিফের স্ত্রী।
পুলিশ, ভুক্তভোগী ও স্থানীদের সঙ্গে কথা বলে জানা যায়, দেড় বছর আগে ভুক্তভোগী ওই নারী আরিফের খাবার হোটেলে কাজ করতেন। সে সময় তিনি হোটেলের পেছনে হাসান নামে একজনের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর স্বামী বেশিরভাগ সময়ে গ্রামের বাড়িতে থাকেন। আরিফের স্ত্রী ফেরদৌসী সন্দেহ করতের তাঁর স্বামীর সঙ্গে ওই নারীর পরকীয়ার সম্পর্ক রয়েছে। এ কারণে ফেরদৌসি তাঁকে কাজ থেকে ছাড়িয়ে দেন।
ভাড়া থাকা অবস্থায় ভুক্তভোগী ওই নারী বাড়ির মালিক হাসানের স্ত্রীর কাছে জমা রাখা ২০ হাজার টাকা রেখেই বাড়ি ছেড়ে পৌরসভার নওদাপাড়ায় ভাড়া বাসায় চলে আসেন। এর মধ্যে হাসান বাড়িতে না থাকায় টাকা আনতে যায়নি ওই নারী। পরে হাসান বাড়িতে আসার খবর পেয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তার বাড়িতে টাকা আনতে যান। এ সময় হাসান গরু বিক্রি করে পরে টাকা পরিশোধ করবেন জানালে তিনি বাড়ির পথে রওনা দেন।
এ দিকে ওই নারী আসার খবর জানতে পেরে হোটেল মালিক আরিফের স্ত্রী ফেরদৌসী ও মেয়ে মোছা. আরিয়ান (১৮) তাঁকে রাস্তা থেকে ধরে নিয়ে যান। স্বামী আরিফের সঙ্গে পরকীয়া প্রেমের অভিযোগে ওই নারীর হাত বেঁধে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে তাঁর চুল কেটে দেওয়া হয়। পরে ওই নারীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ভুক্তভোগী নারী বলেন, ‘আমি দেড় বছর আগে আরিফের হোটেলে কাজ করতাম। সে সময় হাসানের বাড়িতে ভাড়া থাকতাম। কাজের জমানো টাকা হাসানের স্ত্রীর কাছে রেখেছিলাম। সেই টাকা আনতে গেলে রাস্তার মধ্যে আরিফের বউ ফেরদৌসী ও মেয়ে আরিয়ান আমাকে ধরে নিয়ে যায়। তাঁরা আমাকে পিছমোড়া করে বেঁধে বাঁশ দিয়ে খুব মারধর করে। এ সময় তাঁরা কাঁচি ও খুড় দিয়ে আমার মাথার চুল কেটে নেয়।’
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় ওই নারী রোববার রাতে অভিযোগ করেছেন। সোমবার সকালে মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
ভোলা জেলা প্রাণিসম্পদ বিভাগে অর্ধেকের বেশি পদ শূন্য পড়ে আছে। জনবলসংকটে ব্যাহত হচ্ছে কার্যক্রম। কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন খামারি ও পশু পালনকারীরা। পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ওষুধও। অচলাবস্থা নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দফায় দফায় চিঠি দিয়েও কোনো কাজ হচ্ছে না।
১ ঘণ্টা আগেঢাকার সাভার উপজেলার আশুলিয়ার কাইচাবাড়িতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পেছনের প্রাচীর ঘেঁষে বেশ কিছু বহুতল ভবন। এগুলোর মধ্যে তিনতলা একটি ভবনের মালিক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এস এম বদরুল আলমের স্ত্রী মাসুমা খানম। ৬ শতাংশ জমির ওপর এই বাড়ি নির্মিত হয়েছে ২০১৪ সালে।
৬ ঘণ্টা আগেযশোরের চৌগাছায় প্রথমবারের মতো লাল আঙুর চাষ করে সফল হয়েছেন দক্ষিণ কোরিয়াপ্রবাসী কামরুজ্জামান এপিল। উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রসুলপুর গ্রামের ওই প্রবাসী কৃষকের দুই বিঘা জমির আঙুরের বাগানে থোকায় থোকায় ঝুলছে লাল আঙুর।
৭ ঘণ্টা আগেস্মার্ট কার্ড জটিলতায় দিনাজপুরের ফুলবাড়ীতে পাঁচ মাস ধরে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য পায়নি উপজেলার ১৭ হাজার ৮২৫ সুবিধাভোগী পরিবার। দীর্ঘদিন ধরে পণ্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।
৭ ঘণ্টা আগে