খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীরা সমবেত হন। এ সময় বুলডোজার দিয়ে ম্যুরালটি ভাঙা হয়।
গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শেখ মুজিবের ম্যুরালের সামনে সমবেত হয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, ‘ফ্যাসিবাদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না।’
ততক্ষণে ক্যাম্পাসে একটি বুলডোজার আনা হয়। এ সময় শিক্ষার্থীদের উপস্থিতিতে শেখ মুজিবের ম্যুরাল ভাঙার কাজ শুরু হয়। তবে রাতে একটি বুলডোজার দিয়ে ম্যুরালটি পুরোপুরি ভাঙা সম্ভব হয়নি। এরপর ভাঙার কাজ স্থগিত রাখা হয়। তবে আজকের মধ্যে এটি পুরোপুরি ভাঙা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘আমাদের ক্যাম্পাসে মুজিববাদের কোনো চিহ্ন থাকতে পারবে না। মুজিবের ম্যুরাল ক্যাম্পাসে থাকলে আমাদের শহীদ ভাইদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাজিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। ফ্যাসিবাদের কোনো চিহ্ন আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না।’
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালের ২২ ডিসেম্বর প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে বেদিসহ ৩৮ ফুট উঁচু ও ৪৩ ফুট বিস্তৃত শেখ মুজিবের ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ স্থাপন করা হয়। এ ম্যুরাল নির্মাণকাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীরা সমবেত হন। এ সময় বুলডোজার দিয়ে ম্যুরালটি ভাঙা হয়।
গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শেখ মুজিবের ম্যুরালের সামনে সমবেত হয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, ‘ফ্যাসিবাদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না।’
ততক্ষণে ক্যাম্পাসে একটি বুলডোজার আনা হয়। এ সময় শিক্ষার্থীদের উপস্থিতিতে শেখ মুজিবের ম্যুরাল ভাঙার কাজ শুরু হয়। তবে রাতে একটি বুলডোজার দিয়ে ম্যুরালটি পুরোপুরি ভাঙা সম্ভব হয়নি। এরপর ভাঙার কাজ স্থগিত রাখা হয়। তবে আজকের মধ্যে এটি পুরোপুরি ভাঙা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘আমাদের ক্যাম্পাসে মুজিববাদের কোনো চিহ্ন থাকতে পারবে না। মুজিবের ম্যুরাল ক্যাম্পাসে থাকলে আমাদের শহীদ ভাইদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাজিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। ফ্যাসিবাদের কোনো চিহ্ন আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না।’
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালের ২২ ডিসেম্বর প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে বেদিসহ ৩৮ ফুট উঁচু ও ৪৩ ফুট বিস্তৃত শেখ মুজিবের ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ স্থাপন করা হয়। এ ম্যুরাল নির্মাণকাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
২ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৫ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৪ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৪ মিনিট আগে