Ajker Patrika

ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১০ জুলাই ২০২২, ১৩: ৩৭
ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

প্রতিবারের মতো এবারও বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে সাতটায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সকাল আটটায় দ্বিতীয় এবং সাড়ে আটটায় সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ব ঐতিহ্য এই মসজিদে ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাতে ইমামতি করেন বাগেরহাট শহরের সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম। 

ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাতে মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়োজিত ছিলেন। মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেছেন। 

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম বলেন, প্রতিবারের ন্যায় এবারও বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে মুসল্লিরা ঈদের জামাত আদায় করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত