বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ঢোকার সময় গত দুই দিনে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ—ইসকনের ৮৩ ভক্তকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আজ রোববার সকাল ১০টায় নয়জনকে এবং গতকাল শনিবার ৭৪ জনের ভারত ভ্রমণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপত্তি জানালে তাঁরা ফিরে যান। দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকনভক্ত ভারতে যাওয়ার জন্য বেনাপোলে ইমিগ্রেশনে আসেন।
দিনভর অপেক্ষার পর বিকেলে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাঁদের ভারতে প্রবেশের অনুমতি মিলবে না বলে জানানো হয়। ফলে ফিরে যান তাঁরা।
যশোরের চাঁচড়া ইসকন মন্দিরের অধ্যক্ষ দেবগৌর দাস ব্রহ্মচারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।
তবে ভারত যাত্রার উদ্দেশে বেনাপোলে আসা ইসকনভক্তরা জানান, ধর্মীয় অনুষ্ঠান পালন করতে তাঁরা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাঁদের ফিরিয়ে দেওয়ায় তাঁরা ভারতে ঢুকতে পারেননি।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিত উদ্বেগজনক। সন্দেহজনক যাত্রা মনে হওয়ায় তাঁদের ভ্রমণে আপত্তি জানানো হয়েছে। এতে গত দুই দিনে ৮৩ জন ইসকনভক্ত ফিরে গেছেন। ভারতীয় ইমিগ্রেশন তাদের কাউকে সন্দেহ হলে প্রতিদিন এমন অনেককেই ভ্রমণে আপত্তি জানিয়ে ফেরত দিচ্ছে। তবে সাধারণ পাসপোর্টধারীদের ভ্রমণে কোনো বাধা নেই বলে জানান ওসি।
জানা যায়, সম্প্রতি দেশদ্রোহি মামলায় গ্রেপ্তার হন সাবেক ইসকন নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তাঁর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবীকে হত্যার ঘটনা ঘটে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ঘিরে ভারতের বিভিন্ন উগ্র সংগঠন বাংলাদেশিদের ভিসা, চিকিৎসাসেবা ও দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করতে ভারত সরকারকে চাপ প্রয়োগ করছে। তবে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে বাণিজ্য ও পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক কাজী রতন জানান, গতকাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩৮৬টি ট্রাক বিভিন্ন পণ্য আমদানি ও ১৬২টি ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাতায়াত করেছেন ৫ হাজার ৩৫৭ জন। বাণিজ্য ও ভ্রমণ স্বাভাবিক আছে।
যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ঢোকার সময় গত দুই দিনে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ—ইসকনের ৮৩ ভক্তকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আজ রোববার সকাল ১০টায় নয়জনকে এবং গতকাল শনিবার ৭৪ জনের ভারত ভ্রমণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপত্তি জানালে তাঁরা ফিরে যান। দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকনভক্ত ভারতে যাওয়ার জন্য বেনাপোলে ইমিগ্রেশনে আসেন।
দিনভর অপেক্ষার পর বিকেলে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাঁদের ভারতে প্রবেশের অনুমতি মিলবে না বলে জানানো হয়। ফলে ফিরে যান তাঁরা।
যশোরের চাঁচড়া ইসকন মন্দিরের অধ্যক্ষ দেবগৌর দাস ব্রহ্মচারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।
তবে ভারত যাত্রার উদ্দেশে বেনাপোলে আসা ইসকনভক্তরা জানান, ধর্মীয় অনুষ্ঠান পালন করতে তাঁরা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাঁদের ফিরিয়ে দেওয়ায় তাঁরা ভারতে ঢুকতে পারেননি।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিত উদ্বেগজনক। সন্দেহজনক যাত্রা মনে হওয়ায় তাঁদের ভ্রমণে আপত্তি জানানো হয়েছে। এতে গত দুই দিনে ৮৩ জন ইসকনভক্ত ফিরে গেছেন। ভারতীয় ইমিগ্রেশন তাদের কাউকে সন্দেহ হলে প্রতিদিন এমন অনেককেই ভ্রমণে আপত্তি জানিয়ে ফেরত দিচ্ছে। তবে সাধারণ পাসপোর্টধারীদের ভ্রমণে কোনো বাধা নেই বলে জানান ওসি।
জানা যায়, সম্প্রতি দেশদ্রোহি মামলায় গ্রেপ্তার হন সাবেক ইসকন নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তাঁর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবীকে হত্যার ঘটনা ঘটে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ঘিরে ভারতের বিভিন্ন উগ্র সংগঠন বাংলাদেশিদের ভিসা, চিকিৎসাসেবা ও দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করতে ভারত সরকারকে চাপ প্রয়োগ করছে। তবে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে বাণিজ্য ও পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক কাজী রতন জানান, গতকাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩৮৬টি ট্রাক বিভিন্ন পণ্য আমদানি ও ১৬২টি ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাতায়াত করেছেন ৫ হাজার ৩৫৭ জন। বাণিজ্য ও ভ্রমণ স্বাভাবিক আছে।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২৬ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে