Ajker Patrika

মোংলায় বসুন্ধরা এলপিজি গ্যাস ফ্যাক্টরিতে বিস্ফোরণ, দগ্ধ ৬

মোংলা (বাগেরহাট) ও খুলনা প্রতিনিধি
মোংলায় বসুন্ধরা এলপিজি গ্যাস ফ্যাক্টরিতে বিস্ফোরণ, দগ্ধ ৬

বাগেরহাটের মোংলায় বসুন্ধরা এলপিজি গ্যাস কোম্পানিতে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় মোংলা উপজেলার দিগরাজস্থ বসুন্ধরা গ্রুপের ফ্যাক্টরিতে সিলিন্ডারে এলপিজি গ্যাস ভরার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৬ জন দগ্ধ হয়েছেন।

দগ্ধ শ্রমিকেরা হলেন, মংলার শেহালা বুনিয়ার মো. শাহ আলমের ছেলে মো. সাইফুল (৩০), রামপাল বাজারের রফিক শেখের ছেলে মো. তরিকুল ইসলাম (২৮), বটিয়াঘাটার নরিল ইসলামের ছেলে নুর আলম (২৬), রামপালের ইনসান শেখের ছেলে আজিম (৩১), রামপাল পেড়িখালীর মো. আরোজ আলীর ছেলে ইমরান (২৯) ও একই এলাকার আইয়ুব আলীর ছেলে হাসান সিকদার (২৮)। দগ্ধ শ্রমিকদের পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন। 

দগ্ধদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ বিষয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসকেও বিষয়টি জানায়নি ফ্যাক্টরি কর্তৃপক্ষ। 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, একটি দুর্ঘটনার কথা আমরা শুনেছি। আমাদের ফ্যাক্টরির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বিস্তারিত জানতে দিগরাজ এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। 

ঘটনাস্থল থেকে মোংলা থানা-পুলিশের উপ-সহকারী পরিদর্শক লিটন বিশ্বাস বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে—সামান্য দুর্ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ সন্ধ্যা ৭টার দিকে আহত ৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুজন হাসপাতালে ভর্তি আছেন। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের উপ-সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, বিভিন্ন মাধ্যমে দিগরাজ এলাকার একটি গ্যাস ফ্যাক্টরিতে দুর্ঘটনার খবর শুনেছি। কিন্তু আমাদের কোন ইউনিটকে তাঁরা জানায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত