Ajker Patrika

বাবা-মার ওপর অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্য

বাবা-মার ওপর অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্য

মনিরামপুরে মৌমিতা হালদার মৌ নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে পৌর এলাকার হাকোবার নিজেদের ভাড়া বাড়ির দোতলার কক্ষ থেকে স্বজনরা তার লাশ উদ্ধার করেন। এনজিও কর্মী বাবা-মার সঙ্গে ওই বাড়িতে থাকতেন মৌ। 

জানা যায়, মৌমিতা ২০২১ সালের মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়েছেন তিনি। 
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। 

নাজমা খানম বলেন, মেয়েটির বাবা সুকুমার হালদার জাগরণী চক্র ফাউন্ডেশনে এবং মা ব্র্যাকে চাকরি করেন। তাঁরা কেউ বাসায় না থাকার সুযোগে গলায় ফাঁস দেয় মৌমিতা। দুপুরে তার বাবা বাসায় এসে মেয়েকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। লাশ ময়নাতদন্ত ছাড়াই যেন স্বজনদের কাছে হস্তান্তর করা হয় সে বিষয়ে থানায় কথা বলেছি। 

মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ বাবুল আকতার বলেন, মেয়েটি খুব মেধাবী ছিল। বিজ্ঞান বিভাগ থেকে সে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। দুই দিন আগেও সে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। তাঁর মৃত্যুতে আমরা মর্মাহত। 

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, মেয়েটির বাবা-মা তাকে নার্সিং ডিপ্লোমা করানোর সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করতে আগ্রহী ছিল। এই নিয়ে মায়ের ওপর অভিমান করে মৌমিতা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখনো স্বজনরা থানায় লিখিতভাবে কিছু জানাননি। লিখিত পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত