Ajker Patrika

চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতা

বেনাপোল (যশোর) প্রতিনিধি
চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতা

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার রোধে বাড়তি সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। সীমান্তের কয়েকটি পয়েন্টে বাড়ানো হয়েছে নজরদারি। আগামী ২০ দিন এ সতর্কতা জারি থাকবে বলে জানানো হয়েছে। 

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানভির আহম্মেদ ও ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, কোরবানির পশুর চামড়া যাতে কোনোভাবে ভারতে পাচার হতে না পারে সে জন্য সীমান্তে বিশেষ বিশেষ পয়েন্ট চিহ্নিত করে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব পয়েন্টে বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া শহর থেকে যাতে চামড়া সহজে সীমান্তে পৌঁছাতে না পারে তার জন্য বিজিবি চেকপয়েন্টগুলোতে নজরদারি জোরদার করেছে। 

জানা গেছে, ভারতের চেয়ে বাংলাদেশের পশুর চামড়ার গুণগত মান উন্নত। তাই ভারতে এ দেশের চামড়ার দাম এবং চাহিদা দুটোই বেশি। এ কারণে বেশি লাভের আশায় সীমান্ত পথে চামড়া পাচারের প্রবণতা আছে অনেক ব্যবসায়ীর মধ্যে। আগে যশোরের বেনাপোল সীমান্তে কোরবানির পশুর চামড়া জব্দের ঘটনাও ঘটেছে একাধিকবার। যোগাযোগ ব্যবস্থা সহজ আর সীমান্তে দুপাশ ঘেঁষা জনবসতির কারণে চোরাকারবারিরা সাধারণত পাচার কাজে বেনাপোল সীমান্ত ব্যবহারের চেষ্টা করে। এ কারণে নজরদারিও বাড়ায় বিজিবি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত