Ajker Patrika

ভেড়ামারায় পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু 

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
ভেড়ামারায় পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু 

কুষ্টিয়ার ভেড়ামারায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে মোহতাসিম আদিব নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে জি-কে খালে এই ঘটনা ঘটে। 

নিহত মোহতাসিম আদিব (২০) শহরের গার্লস স্কুল পাড়ার বাসিন্দা এবং ওহিদুল ইসলামের ছেলে। তিনি ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষার্থী ও এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। 

ভেড়ামারা ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার আজিজুল হক বলেন, ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে সন্ধান চালানো শুরু করে। সোয়া ১২টায় আদিবকে উদ্ধার করা হয়। এরপর ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সকালে চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে বেড়াতে যায় আদিবসহ নয় বন্ধু। একপর্যায়ে জি-কে (গঙ্গা-কপোতাক্ষ) খালের পানিতে নেমে গোসল করতে যায় তারা। আদিবসহ সাতজন সাঁতার জানত না। হঠাৎ আদিবসহ তিনজন গভীর পানিতে চলে গেলে কোনোরকম দুজন ওঠে আসলেও আদিব গভীর পানিতে তলিয়ে যায়। এঘটনার পর পরই পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালানো শুরু করে। প্রায় এক ঘণ্টা পর তাঁকে উদ্ধার হয়। 

আদিবের বন্ধু প্রিন্স জানান, গোসল করার একপর্যায়ে আদিব গভীর পানিতে চলে যায়। এ সময় আমাদের মধ্যে দু’জন সাঁতার জানা বন্ধু তাঁকে বাঁচাতে গেলে তারাও ডুবে যেতে থাকে। একপর্যায়ে দু’জন তীরে ফিরে আসলেও আদিব পানির নিচে তলিয়ে যায়। 
 
ভেড়ামারা থানার উপপরিদর্শক পার্থ ঘোষ জানান, স্রোতে ভেসে না যায় সে জন্য ভেড়ামারা জি-কে পাম্প হাউসের নির্বাহী প্রকৌশলীকে বলে আধা ঘণ্টার জন্য পানি সরবরাহ বন্ধ রাখা হয়। এতে ক্যানেলের স্রোত কমে যায়। 

পার্থ ঘোষ বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আদিবকে উদ্ধারে পানিতে নেমে সন্ধান চালায়। খোঁজাখুঁজির প্রায় এক ঘণ্টা পর পানির তলদেশ থেকে আদিব নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লিখিত নিয়ে পোস্টমর্টেম ছাড়াই নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত