Ajker Patrika

সপ্তাহে ৩ দিন চলবে বেনাপোল ইমিগ্রেশন কার্যক্রম

প্রতিনিধি, শার্শা (বেনাপোল)
সপ্তাহে ৩ দিন চলবে বেনাপোল ইমিগ্রেশন কার্যক্রম

দেশের করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে ভ্রমণের সময়সীমা সংক্ষিপ্ত করা হয়েছে। এখন থেকে প্রত্যেক সপ্তাহে তিন দিন অর্থাৎ রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার পাসপোর্টধারী যাত্রীরা ভারত থেকে বাংলাদেশে ফিরতে পারবেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়ে বাংলাদেশ থেকে প্রতিদিন ভারতে যেতে পারবেন যাত্রীরা।

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব। এর আগে গত ৮ মে এক নির্দেশনার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যাত্রীদের যাতায়াতের সময়সীমা নির্ধারণ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জানা যায়, দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্থলপথে ভারত ভ্রমণে গত ২৩ এপ্রিল নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে নিষেধাজ্ঞার আগে চিকিৎসা, ব্যবসা ও শিক্ষাগ্রহণে ভারতে আটকে পড়া যাত্রীরা বাংলাদেশ দূতাবাসের ছাড়পত্র নিয়ে ফিরছিলেন। এ সময় ফেরত আসা কয়েকজন যাত্রীর শরীরে করোনার নতুন ভেরিয়েন্ট পাওয়া যায়। বর্তমানে দেশে সংক্রমণ রোধে সপ্তাহে তিন দিন যাত্রীদের ভারত থেকে ফেরার সময় সীমা নির্ধারণ করা হয়।

বর্তমানে ভারতে যাওয়ার জন্য প্রয়োজন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র, ভারতীয় চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট ও ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা করানো আরটিপিসিআর এ করোনা নেগেটিভ সনদ। ভারত থেকে ফিরতে আসতে লাগছে ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা করানো নেগেটিভ সনদ ও ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ছাড়পত্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত