Ajker Patrika

পাউবো কার্যালয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২২, ২০: ১৪
পাউবো কার্যালয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ

সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ে মানবজমিন পত্রিকার সাংবাদিক ইয়ারব হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে পাউবোর কর্মকর্তাদের বিরুদ্ধে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে পাউবো কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে কর্মকর্তাদের শাস্তি দাবি করে মানববন্ধন করেন সাংবাদিকেরা। মানববন্ধনে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকেরা বক্তব্য দেন।

হামলার বিষয়ে সাংবাদিক ইয়ারব হোসেন বলেন, ‘বেতনা নদীর খননকাজ চলমান রয়েছে। আমি এই খনন বিষয়ে কিছু তথ্য নেওয়ার জন্য অফিসে যাই। প্রকৌশলী আবুল খায়েরের রুমের সামনে আসার দুই-তিন মিনিটের মধ্যেই তিনি রুম থেকে বেরিয়ে সিকিউরিটিদের লাঠি নিয়ে আসার ইশারা দেন। মুহূর্তের মধ্যেই লাঠি নিয়ে আমার ওপর হামলে পড়েন সিকিউরিটি গার্ডরা। এরপর অন্যরা এসে যোগ দেন হামলায়। লাঠি দিয়ে মারপিট, চড়, কিলঘুষি মারতে থাকেন।’ 

তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-১ আবুল খায়ের বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তা আসায় আমি রুমের ভেতরে মিটিং করছিলাম। এ সময় অফিস সহায়ক এসে সাংবাদিক ইয়ারব হোসেনের আগমনের বিষয়ে জানান। আমি তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলি। কিন্তু ততক্ষণে তিনি ভেতরে ঢুকে ফেসবুক লাইভে অকথ্য ভাষায় কথা বলতে থাকেন। এরপর সিকিউরিটি গার্ডদের সঙ্গে তিনি বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত